Total Pageviews

Saturday, June 6, 2020

The Importance of Being Earnest - Oscar Wilde - Key Facts - দি ইমপর্টেন্স অফ বিয়িং আর্নেস্ট - টুকিটাকি তথ্য


দি ইমপর্টেন্স অফ বিয়িং আর্নেস্ট - উল্লেখযোগ্য তথ্য 
নামঃ The Importance of Being Earnest: A Trivial Comedy for Serious People.
অর্থ : আন্তরিক হবার তাৎপর্য: ভাবগম্ভীর মানুষের জন্য একটি সামান্য হাস্যরসাত্মক রচনা 
Earnest একটি নাম, যার অর্থ আন্তরিক নাটকে দুজন নায়িকা, এবং দুজনের কাছেই আর্নেস্ট নামটি অত্যন্ত প্রিয় তারা দুজনই ভীষণভাবে চায় যে তাদের স্বামীর নাম হবে আর্নেস্ট নামটির ভেতরে তারা খুঁজে পায় সততা এবং আন্তরিকতার প্রতীক দুর্ভাগ্যবশত নাটকে দেখানো হয় অনেক ধরনের ছলনা এবং সততার অভাব হাস্যরসের মাধ্যমে সে সময়ের সমাজের কিছু কিছু অসামঞ্জস্য নাটকে তুলে ধরা হয় কিন্তু কাহিনি এমন ছিল যে শেষ পর্যন্ত তিনটি জোড়ার মিলন দেখানো হয়, অনেক উক্তি এবং কাজ যার মধ্যে সততার অভাব ছিল কাহিনির কারণে সে সব গৌণ হয়ে যায় এবং মুখ্য হয়ে উঠে প্রেম এবং ভালোবাসা . লেখক : অস্কার ওয়াইল্ড
. শিল্পকর্মের ধরন: নাটক
. প্রকারঃ সামাজিক হাস্যরসাত্মক নাটক আচার-আচরণ সম্পর্কিত মিলান্তক নাটক
. রচনার সময় এবং স্থান : গ্রীষ্মকাল ১৮৯৪, ওয়ার্থিং, ইংল্যান্ড 
. প্রথম প্রকাশ : ফেব্রুয়ারি ১৪, ১৮৯৫ অনেকটা ওয়াইল্ড এর দুর্নামের কারণে নাটকটি দেরিতে মঞ্চায়িত হয়েছিল (১৮৯৯)
. প্রকাশক : এল, স্মিথার্স . বৈশিষ্ট্য : হালকা, দ্যুতিময়, উচ্ছ্বাসপ্রবণ, প্রতারণামূলকভাবে বাকচাপল্য
. সময়কাল : ১৮৯০ দশক ১০. স্থান : লন্ডন (প্রথম দৃশ্য) এবং হাটফোর্ডশায়ার, লন্ডনের নিকটবর্তী এক গ্রামাঞ্চল (দ্বিতীয় এবং তৃতীয় দৃশ্য)
১১. নাটকের প্রধান ব্যক্তি : জন ওয়ার্থিং, যে শহরে তার বন্ধুদের কাছে আর্নেস্ট' নামে পরিচিত এবং গ্রামে তার পরিচিতজনদের কাছে ‘জ্যাকনামে পরিচিত
১২. প্রধান দ্বন্দ্ব : জ্যাক তার প্রেমিকা গোয়েনডোলেন এর সাথে মিলিত হবার পথে প্রধানত দুটি বাধা পায় প্রথমত: গোয়েনডোলেন এর মা জ্যাক এর জন্মসূত্র জানতে চায় যা জানানো তার পক্ষে সম্ভব ছিল না 
দ্বিতীয়ত : আর্নেস্ট নামটির ব্যাপারে গোয়েনডোলেন এর একটি বিশেষ দুর্বলতা ছিল এবং জ্যাক জানত যে প্রকৃতপক্ষে তার নাম আর্নেস্ট না।।
১৩. নতুন দৃশ্যমান সমস্যা : এ্যালজারনন জানতে পারে যে জ্যাক একই সাথে পৃথক দুটি জীবন চালিয়ে যাচ্ছে এবং গ্রামে সেসিলি নামক তার এক প্রতিপাল্য আছে এ্যালজারনন গ্রামে গিয়ে সেসিলির কাছে নিজেকে আর্নেস্ট হিসেবে উপস্থাপন করে এবং তার প্রেমে পড়ে যায়
১৪. চরম পরিণতি (climax) : গোয়েনডোলেন এবং সেসিলি দুজনই জানতে পারে যে জ্যাক এবং এ্যালজারনন দুজনই তাদের সঙ্গে প্রতারণা করেছিল এবং প্রকৃতপক্ষে দুজনের মধ্যে কারো নামই আর্নেস্ট ছিল না 
১৫. আকস্মিকভাবে পাওয়া বিস্ময়কর তথ্য : মিস প্রিজম ছিলেন সেই গৃহশিক্ষিকা যিনি ভুলবশত জ্যাককে পরিত্যাগ করে চলে গিয়েছিলেন এবং প্রকৃতপক্ষে জ্যাক এ্যালজারননের বড়ো ভাই
১৬. বিষয়বস্তু : বিবাহের প্রকৃতি, নৈতিকতার পথে বাধা, ভণ্ডামি বনাম সৃষ্টিশীলতা, ‘আন্তরিকনা হবার তাৎপর্য
১৭. শিল্পকর্মের প্রধান বৈশিষ্ট্য : কৌতুক, বৈপরিত্য, মৃত্যু এবং নিজের চোহারা বেশভূষা সম্বন্ধে অত্যধিক সচেতনতা যত্ন
১৮. প্রতীক : দ্বৈত জীবন, খাদ্য, উপন্যাস এবং লেখা
১৯. পূর্বাভাস : মিলান্তক নাটকে সাধারণত কিছু কিছু পূর্বাভাস দেয়া হয় যার মাধ্যমে দর্শকদের বোঝানো হয় যে বিষয়গুলো পরে কোনো একসময় প্রকাশ করা হবে অথবা স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হবে উদাহরণস্বরূপ, প্রথমে যখন দর্শকেরা জানতে পারে যে শিশু হিসেবে জ্যাককে পালক হিসেবে গ্রহণ করা হয়েছিল তখনই একটা পূর্বাভাস ছিল যে পরবর্তীতে কোনো এক সময় তার প্রকৃত পরিচয় জানা যাবে মিস প্রিজম এর তিন অধ্যায়ের নাটক ছিল তেমনই আরেকটা উদাহরণ জ্যাক এক সময় উল্লেখ করে যে গোয়েনডডালেন এবং সেসিলি যখন নিজেদের মধ্যে পরিচিত হবে, তখন তারা একে অপরকে আধ ঘণ্টার ভেতরে বোন বলে সম্বোধন করবে কথা শুনে এ্যালজারনন মন্তব্য করে যে পরস্পরকে বোন বলে সম্বোধন করার আগে ওরা অন্যান্য আরো কয়েকটা নাম ধরে একে অপরকে সম্বোধন করবে বাস্তবে তা- হয়েছিল 

No comments:

Post a Comment