Total Pageviews

Sunday, June 7, 2020

The Importance of Being Earnest – Oscar Wilde – Character Analysis - Bangla

The Importance of Being Earnest – Oscar Wilde – Character Analysis - Bangla

The Importance of Being Earnest – Oscar Wilde – Character Analysis - Bangla
দি ইমপরটেন্স অফ বিয়িং আর্নেস্ট - চরিত্র পরিচিতি 
গোয়েনডোলেন ফেয়ারফ্যাক্স (Gwendolen Fairfax) : এ্যালজারনন এর খালাতো বোন এবং লেডী ব্র্যাকনেল এর একমাত্র কন্যা গোয়েনডোলেন জ্যাককে আর্নেস্ট হিসেবে জানে এবং সে জ্যাক এর প্রেমে আসক্ত সে সমাজের উচ্চস্তরের প্রতিনিধি, শিক্ষিতা এবং বুদ্ধিমতি তার কথাবার্তায় ফুটে ওঠে একধরনের কর্তৃত্ব এবং দৃঢ় মনোভাব তার চালচলন শহুরে এবং তার কথাবর্তা শুনেই বোঝা যায় যে সে সমাজের উচ্চ শ্রেণির সবরকম খবর রাখে গোয়েনডোলেন বাস্তবতা সম্বন্ধে ভালোই জ্ঞান রাখে, কিন্তু যখন প্রেম ভালোবাসার প্রসঙ্গ আসে তখন সে যেন অনেকটুকু নমনীয় এবং অত্যধিক আবেগপ্রবণ 
সেসিলি কার্ডিউ (Cecily Cardew) : জ্যাক এর প্রতিপাল্য আঠারো বছর বয়স্ক সেসিলি অত্যন্ত মার্জিত এবং রুচিশীল এক তরুণী তার চালচলনে আভিজাত্যের ছাপ খুঁজে পাওয়া যায় এর কারণ, প্রকৃতপক্ষে সে এক অভিজাত পরিবারের মেয়ে সেসিলি আর্নেস্ট এর প্রেমে অন্ধ, যদিও সে কখনো আর্নেস্টকে দেখেনি তার চালচলন এবং কথাবার্তায় আর্নেস্ট এর প্রতি তার প্রবল ভালোবাসার ছাপ সুস্পষ্ট আর্নেস্ট দুষ্টপ্রকৃতির জেনেও সেসিলি তাকে ভালোবেসেছে সে কল্পনাবিলাসী এবং অত্যন্ত আবেগপ্রবণ সেসিলি তার প্রেম সম্পর্কিত প্রতিটি চিন্তাভাবনাকে ধরে রাখতে চায়, তাই সে একটি ডায়েরিতে তার সব মনের কথা লিপিবদ্ধ করে রাখে
লেডী ব্র্যাকনেল (Lady Bracknell) : লেডী ব্র্যাকনেল এ্যালজারনন এর খালা এবং গোয়েনডোলেন এর মা তিনি নিম্নতর সামাজিক অবস্থানের মানুষকে অবজ্ঞার চোখে দেখেন এবং সামাজিক মর্যাদা বা বিত্তের মুখোমুখি হলে শ্রদ্ধায় আপ্লুত হয়ে পড়েন তিনি কেবল অর্থ এবং নানাবিধ পুরস্কারের জন্য কাজ করেন এছাড়া তিনি অত্যন্ত কর্তৃত্বপরায়ণ এবং সব ব্যাপারেই তার নিজস্ব মন্তব্য ও ধ্যানধারণা প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন লেডী ব্র্যাকনেল এর চরিত্রের মাধ্যমে এ নাটকে অস্কার ওয়াইল্ড সে সময়ের ব্রিটিশ আভিজাত্যের কিছু কিছু বোকামি ও ভণ্ডামি তুলে ধরেছেন
জ্যাক (জন/ আর্নেস্ট) ওয়ার্থিং (John  (Jack/Ernest) Worthing, J.P.) : এ নাটকের মূল চরিত্র জ্যাক একজন দায়িত্বশীল ব্যক্তি যে সমাজে সম্মানিত এবং পরিচিত একজন ধনী বৃদ্ধ ব্যক্তি শিশু হিসেবে জ্যাককে খুঁজে পেয়েছিলেন এবং পালক হিসেবে গ্রহণ করেছিলেন পরবর্তীতে তিনি জ্যাককে তার নাতনী সেসিলি কার্ডিউ'র অভিভাবক নিযুক্ত করে মৃত্যুবরণ করেন অভিভাবক হিসাবে জ্যাক তার দায়িত্ব যথাযথভাবে পালন করে এবং সেসিলির চোখে একজন শ্রদ্ধার পাত্র হতে সক্ষম হয় জ্যাক তার বন্ধু এ্যালজারনন এর খালাতো বোন গোয়েনডোলেন এর সাথে ভালোবাসার সম্পর্কে আবদ্ধ এবং ওরা দুজনে বিয়ের জন্য প্রতিজ্ঞাবদ্ধ তার নামের শেষে J.P. লেখা হয়, যার অর্থ Justice of the Peace. J.P. একটি সম্মানিত পদবী এবং সকল J.P. বিভিন্ন রকম দলিলে স্বাক্ষর করতে পারেন 
এ্যালজারনন মনক্রিয়েফ (Algernon Moncrieff) : এ্যালজারনন এ নাটকের দ্বিতীয় নায়ক সে একজন হাসিখুশি এবং অলস প্রকৃতির যুবক, সে সবসময় ভোগবিলাসে আগ্রহী এ্যালজারনন বুদ্ধিমান এবং তার উপস্থিত বুদ্ধি অত্যন্ত প্রশংসনীয় তবে সে স্বার্থপর প্রকৃতির এবং নিজের সুবিধা ছাড়া আর কিছুই গণ্য করে না সে বানবারি নামক এক কাল্পনিক বন্ধু সৃষ্টি করেছে যার নাম ভেঙে সে তার দৈনন্দিন সামাজিক কর্তব্য সহজেই এড়িয়ে যেতে পারে 
মিস প্রিজম (Miss Prism) : সেসিলির গৃহশিক্ষিকা তিনি প্রায় সর্বক্ষণ সেসিলির সঙ্গে থাকেন এবং তার সঙ্গে লেখাপড়া ছাড়াও বিভিন্ন ধরনের আলোচনায় অংশগ্রহণ করেন মিস প্রিজম এর দৃষ্টিতে সেসিলির অভিভাবক জ্যাক একজন শ্রদ্ধেয় এবং দায়িত্বশীল ব্যক্তি মিস প্রিজম চেষ্টা করেন একটি শৃঙ্খলাবদ্ধ পরিবেশের মাধ্যমে সেসিলিকে বিভিন্ন বিষয়ে শিক্ষিত করে তুলতে এক সময় তিনি একটি উপন্যাস লিখেছিলেন যা কোনো অজানা কারণে হারিয়ে গিয়েছে এ নাটকে পাদরি ড. চ্যাসুবেল এর প্রতি তার দুর্বলতা এবং ভালোবাসা প্রকাশিত হয় মিস প্রিজম যখন থেকে জ্যাক এর বিপথে যাওয়া ছোটো ভাই আর্নেস্ট এর কথা জানতে পারেন, তখন থেকেই তিনি তার (আর্নেস্ট এর) সমালোচনায় মুখর ছিলেন
রেভারেন্ড ক্যানন চ্যাসুবেল, ডি. ডি (Rev. Canon Chasuble, D.D.): তিনি ছিলেন জ্যাক এর এলাকার চার্চ এর পাদরি তিনি অবিবাহিত, তবে মনে মনে তিনি মিস প্রিজমকে ভালোবাসেন তিনি অত্যন্ত জ্ঞানী ব্যক্তি : চ্যাসুবেল চার্চ এর নিয়মকানুন সব অত্যন্ত ভালোভাবে জানেন, তাই এক সময় জ্যাক এবং এ্যালজারনন দুজনই খ্রিষ্টধর্ম মতে নামকরণের উদ্দেশ্যে তার সাহায্য প্রার্থনা করে তার নামের শেষে D.D. পদবীর অর্থ-Doctor of Divinity (ধর্মশাস্ত্রে ডক্টর) 
লেন (Lane) : এ্যালজারনন এর গৃহভৃত্য এ্যালজারননের ব্যক্তিগত জীবনের অনেক তথ্যই লেন এর জানা, তাই সে বুদ্ধিমানের মতো কাজ করে যেন তার চাকুরিদাতার সুবিধা সবসময় প্রাধান্য পায় এ্যালজারনন এর বানবারিইং করার যে অভ্যাস ছিল তা লেন এর অজানা ছিল না কেবলমাত্র নাটকের প্রথম দৃশ্যে লেন এর উপস্থিতি লক্ষ করা যায় 
মেরিম্যান (Merriman) : মেনর হাউজ এর খানসামা মেনর হাউজ জ্যাক এর গ্রামের বাড়ি, যা ছিল ঐ অঞ্চলে বিখ্যাত একটি বাড়ি নাটকের দ্বিতীয় এবং তৃতীয় দৃশ্যে মেরিম্যান এর উপস্থিতি দেখা যায় 

No comments:

Post a Comment