Total Pageviews

Wednesday, June 10, 2020

Motifs of The Importance of Being Earnest


Motifs of The Importance of Being Earnest
(Puns) 
The Importance of Being Earnest-এর নামের মধ্যেই খুঁজে পাওয়া যায় এক ধরনের কৌতুক গোয়েনডোলেন অত্যন্ত দৃঢ়ভাবে চায় যে তার স্বামীর নাম হবে আর্নেস্ট কারণ এই নামের অর্থ হলো আন্তরিকতা এবং দায়িত্ববোধ বাস্তববিকভাবে তার স্বামীর ভেতর এই গুণগুলো আছে কি না সে বিষয়ে সে তলিয়ে দেখে না যখন জ্যাক এর প্রতারণা তার কাছে ধরা পড়ে তখন খুব শীঘ্রিই সে জ্যাককে ক্ষমা করে দেয় নাটকের প্রথম অংশে জ্যাক এর নাম আর্নেস্ট ছিল না এবং সে আন্তরিকও ছিল না নাটকের শেষ অংশে দেখা গেল প্রকৃতপক্ষে তার নাম আর্নেস্ট এবং সে আন্তরিকতা এবং সততা প্রদর্শন করল জ্যাক এর চরিত্র চিত্রণের মাধ্যমে ওয়াইল্ড তুলে ধরেছেন ভিক্টোরীয় যুগের ভণ্ডামির একটি প্রতীক, যার মাধ্যমে প্রকাশিত হয় কিছু জটিলতা তৃতীয় দৃশ্যে লেডী ব্র্যাকনেল বলেন যে তার কোনো ধারণা ছিল না এমন কোনো পরিবার বা ব্যক্তি আছে যার সূত্রই (পারিবারিক পরিচয়) তার শেষ গন্তব্যস্থল তার একথার মাধ্যমে প্রকাশিত হচ্ছে আরেকটি কৌতুক প্রসঙ্গে জ্যাক বলেছিল যে তার পরিচয় (সূত্র) সম্বন্ধে যতদূর সে জানে, তা হলো একটি ট্রেন স্টেশন সে যুগে প্রথম স্টেশনকে বলা হতো origin (সূত্র) এবং শেষ স্টেশনকে বলা হতো terminus (গন্তব্যস্থল) লেডী ব্র্যাকনেল জ্যাক এর কথাটি অন্যভাবে ঘুরিয়ে বলেন, তাই সৃষ্টি হয়েছে একধরনের কৌতুক কারণ সূত্র এবং গন্তব্যস্থল কখনো এক হতে পারে না 
নাটকের একেবারে শেষে যখন প্রমাণিত হয় জ্যাক এর নাম প্রকৃতপক্ষেই আর্নেস্ট, গোয়েনডোলেন তখন মন্তব্য করে যে প্রথম থেকেই তার মনে হয়েছিল জ্যাক এর নাম আর্নেস্ট ছাড়া আর কিছু হতে পারে না 
বৈপরিত্য (Inversion) 
নাটকে বিভিন্নভাবে বৈপরিত্য দেখানো হয়েছে যখন এ্যালজারনন বলে সব বিবাহবিচ্ছেদ বেহেশতে সৃষ্টি হয় তখন তা ছিল প্রকৃতপক্ষে Marriages are made in heaven (সব বিবাহ স্বর্গে সৃষ্টি হয়) এর বিপরীত যুক্তি নাটকের একেবারে শেষদিকে জ্যাক বলে যে এটি একটি ভীষণ ব্যাপার যখন একজন পুরুষ আবিষ্কার করে সারাটি জীবন সে কেবল সত্য কথাই বলে এসেছে উক্তির মাধ্যমে সে প্রচলিত সামাজিক নৈতিকতার বিরোধিতা করেছে নাটকের সব মহিলা চরিত্র ভিক্টোরীয় যুগের প্রচলিত অনেক রীতিনীতি ভঙ্গ করেছে যখন লেডী ব্র্যাকনেল বিবাহের যোগ্যতা যাচাই করার জন্য জ্যাক এর সাক্ষাৎকার গ্রহণ করছিলেন, তখন তিনি প্রকৃতপক্ষে গোয়েনডোলেন এর পিতার কাজটি করছিলেন, কারণ ধরনের কাজ সে সময় পুরুষদের জন্য সংরক্ষিত ছিল নাটকে আমরা দেখেছি যে গোয়েনডালেন এবং সেসিলি দুজনই তাদের ব্যক্তিগত জীবনের প্রেম ভালোবাসার দিকটি নিয়ন্ত্রণ করছিল যা ছিল প্রচলিত ধারার বিপরীত
মৃত্যু (Death) নাটকে বারবার মৃত্যু প্রসঙ্গটি এসেছে কথা প্রসঙ্গে এবং কাহিনির প্রয়োজনে এক সময় লেডী হারবারি প্রসঙ্গে লেডী ব্র্যাকনেল মন্তব্য করেন যে তার (লেডী হারবারির) স্বামীর মৃত্যুর পরে তার বয়স যেন বিশ বছর কমে গিয়েছে বানবারি প্রসঙ্গে লেডী ব্র্যাকনেল মন্তব্য করেন যে তার স্বাস্থ্য এতটাই খারাপ যে তার এখন সিদ্ধান্ত নেওয়া উচিত সে কী চায় জীবন নাকি মৃত্যু
তৃতীয় দৃশ্যে লেডী ব্র্যাকনেল যখন জানতে পারেন যে আকস্মিকভাবে বানবারির মৃত্যু হয়েছে, তখন তিনি মন্তব্য করেন, শেষ মুহূর্তে বানবারি তার নিজের মন স্থির করতে পেরেছে এবং ডাক্তারদের পরামর্শের ভিত্তিতে একটি নির্দিষ্ট পদক্ষেপ নিয়েছে জ্যাক এর কাল্পনিক ছোটো ভাই আর্নেস্ট এর মৃত্যুর সংবাদ শুনে মিস প্রিজম আশা করেন যে মৃত্যুর সাথে সাথে তার (আর্নেস্ট এর) একটি নৈতিক শিক্ষা হবে এবং মৃত্যুর মাধ্যমে সে উপকৃত হবে 
ইতিপূর্বে জ্যাক এবং এ্যালজারনন এর মধ্যে একই প্রসঙ্গে কথা হয়েছিল এবং জ্যাক এর কাল্পনিক ছোটো ভাই আর্নেস্টকে কীভাবে মৃত হিসেবে দেখানো যাবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছিল
ফুলবাবু পোশাকিবাবু (The Dandy) : ভিক্টোরীয় যুগের রম্য নাটকের নিয়ম অনুসরণ করে নাটকেও ওয়াইল্ড সৃষ্টি করেছেন একজন ফুলবাবু, যে জীবন সম্বন্ধে বিভিন্ন মন্তব্য করে এবং তার মন্তব্যের গুরুত্ব তুলে ধরার চেষ্টা করে দেখে মনে হয় সে যেন একজন দার্শনিক প্রকৃতপক্ষে ওয়াইল্ড এর নিজস্ব কিছু কিছু বক্তব্য এই দার্শনিক ফুলবাবুর মাধ্যমে প্রকাশ পায় The Importance of Being Earnest- আমাদের সেই ফুলবাবু, পোশাকিবাবু হলো এ্যালজারনন যে তার বিভিন্ন দৃষ্টিভঙ্গি প্রকাশ করে এবং তার মন্তব্যের স্বপক্ষে যুক্তি দেয় লেডী ব্র্যাকনেল এবং গোয়েনডোলেন কখনো কখনো পোশাক এবং স্টাইল নিয়ে মন্তব্য করে জ্যাক একবার মন্তব্য করে যে কেবল আনন্দ পাবার জন্যই মানুষ এক স্থান থেকে আরেক স্থানে যায় সেসিলি যখন এ্যালজারনন এর দুষ্টুমি এবং দুর্নাম এর কথা জেনেও তার প্রতি আকৃষ্ট হয়, তখন তার স্বভাবের একটি বিশেষ দিক ধরা পড়ে কারণ এমনিতে সেসিলি ভদ্র, মার্জিত এবং রুচিশীল এক তরুণী যার কাছে আত্ম-উন্নয়ন বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ নাটকের এই বিশেষ অংশগুলো প্রকাশ করে ওয়াইল্ড সে সময়ের সমাজের উচ্চ শ্রেণির কিছু কিছু ধ্যানধারণা তুলে ধরেছেন যার মধ্যে গভীরভাবে অভাব লক্ষণীয় অনেক প্রচলিত চিন্তাধারা ছিল যেন ভাসা ভাসা

No comments:

Post a Comment