Metaphor
মেটাফর
এ
কোন
ব্যাক্তি,
বস্তু
বা
কোন
কিছুকে
এমন
অন্য
একটি
জিনিসের
সাথে
তুলনা
করা
হয়
যার
সাথে
কোন
মিলই
নেই।
অর্থাৎ
মেটাফোরে
সাধারণত
দুটি
ভিন্ন
ব্যক্তি
বা
বস্তর
মধ্যে
কাল্পনিকভাবে
একটি
সাধারন
গুণের
উল্লেখ
করা
হয়।
এক্ষেত্রে
সাধারণ
গুণটিকে
অনুমান
করে
নেয়া
হয়। মনে
রাখবেন,
Simile এ তুলনা
করা
হয়
সরাসরি
কিন্ত
Metaphor
এ
তুলনাটা
কাল্পনিকভাবে
করা
হয়।
যেমন
Song
of myself এ Walt Whitman একটি
শক্তিশালী
metaphor
ব্যবহার
করেছেন।
“grass
is the beautiful uncut hair of graves”।
এখানে
কবি
দুটি
ভিন্ন
জিনিসের
মধ্যকার
একটি
সাধারণ
গুনকে
কাল্পনিকভাবে
অনুমান
করে
তুলনা
করেছেন।
ঘাস
এবং
চুল
দুটো
ভিন্ন
জিনিস।
কিন্ত
কবির
চোখে
ঘাস
হল
কবরের
চুল।
আরো
উদাহরনঃ
“A long green serpent
With its tail in the
Dahlias”
The Garden Hose - Beatrice
Jonasco
এখানে কবি বাগানের হোস পাইপকে সবুজ রঙের সাপের সাথে তুলনা করেছেন।
এখানে কবি বাগানের হোস পাইপকে সবুজ রঙের সাপের সাথে তুলনা করেছেন।
Eve Merriam লিখেছেনঃ “Morning
is a new sheet of paper for you to write on” এছাড়া
আরো
কিছু
Metaphor
রয়েছে।
যেমনঃ
1.
Extended Metaphor: যেমনঃ
Emily
Dickinson তার Because I could
not stop for death” কবিতায় “journey in a carriage”
কে
জীবনের
বিভিন্ন
অংশ
অর্থাৎ
শিশুকাল,
যৌবনকাল
ও
বার্ধক্যে
মৃত্যুর
সাথে
তুলনা করেছেন। এটা
একটা
Extended
Metaphor এর উদাহরন।
2.
Dead Metaphor: অর্থাৎ
অতীতে
ব্যবহৃত
কোন
মেটাফর
বর্তমানে
ভাষায়
ব্যবহৃত
সাধারন
অলঙ্কারে
পরিণত
হলে
তাকে
Dead
Metaphor বলে। যেমনঃ
The
Head of the class, The eye of the needle, the cornerstone
of the success etc.
3.
Mixed Metaphor: এই
Metaphor
এ
দুই
বা
ততোধিক
অসামঞ্জস্যপূর্ণ
Metaphor
কে
একসাথে
করে
প্রকাশ
করা
হয়।
মাঝে
মাঝে
এক্ষেত্রে
মাঝে
মাঝে
অনিচ্ছাকৃত
রস-কৌতুকের
সৃষ্টি
হয়।
উদাহরণঃ
“He’ll
have to take the Bull by the horns to keep the business afloat” - অর্থাৎ
তার
ব্যাবসাকে
ভাসমান
বা
চলমান
রাখতে
হলে
তাকে
একটি
বিপজ্জনক
চুক্তি
করতে
হবে।
এখানে
একটি
কৃষি
সংক্রান্ত
Metaphor
একটি
নৌ
সংক্রান্ত
Metaphor এর
সাথে
মিলানো
হয়েছে।
লেখকঃ মারুফ মাহমুদ - ঢাকা কলেজ
Thank you so much for your valuable information.
ReplyDelete