Total Pageviews

Friday, April 10, 2020

figure of speech - Alliteration - Discussion in Bangla - অনুপ্রাস

figure of speech - Alliteration - Discussion in Bangla

Figure of speech - Alliteration (Bangla)
শব্দটি ল্যাটিন শব্দ “Latira” থেকে এসেছে, আর অর্থ -  “letters of alphabet”
যখন পরস্পর খুব কাছাকাছি অবস্থানরত শব্দে ব্যাঞ্জনবর্ণ সমূহের পুনঃপুন ব্যবহার হয় উচ্চারণ ধ্বনিতে তখন তাকে Alliteration বা অনুপ্রাস বলা হয়। সাধারণত ব্যঞ্জণবর্ণের ক্ষেত্রে এবং শব্দের আদিতে ব্যবহার হলে তাকে এ্যালিটারেশন বলা হয়ে থাকে।
It is a stylistic device in which a number of words, having the same first consonant sound, occur close together in a series
or
It is a figure of speech in which there is a repetition of consonant sounds at the beginning of words or within words in a sequence.
অর্থাৎ
পাশাপাশি কয়েকটা শব্দের শুরুতে কিংবা মাঝখানে কোনো একটা consonant sound এর পুনরাবৃত্তিকে alliteration বলা হয়। যেমন:
উদাহরণ হিসেবে কীটসের কবিতার  লাইনটি উল্লেখ করা যায়
Thvhair soft-lifted by the winnowing wind.
এখানে Winnowing আর wind-এর ব্যবহার লক্ষ্যণীয়।
ইংরেজী আলিটারেটিভ কবিতায় ছন্দ নয়, অনুপ্রাসই কবিতার মূল সূত্র হিসেবে ব্যবহৃত হয়। ইংরেজি কাব্যে এবং অন্যান্য ভাষার কাব্য সাহিত্যে অ্যালিটারেশন ব্যবহৃত হয়েছে রচনাশৈলীর বিশেষ প্রকরণ হিসেবে, আবহ নির্মাণে শব্দার্থকে গভীরতর ব্যঞ্জণা প্রদানের জন্য, ধ্বনি মাধুর্য দৃষ্টির জন্য অনুপ্রাস তৈরি করা হয়েছে। টেড হিউজের Pike কবিতা থেকে একটি উদাহরণ টানা যেতে পারে :
Pike, three inches long, Perfect
Pike in all parts..
এখানে P বর্ণটি বারবার ব্যবহৃত হয়ে আলাদা একটা ধ্বনি বৈচিত্র্য তৈরি করেছে।

Five miles meandering with a mazy motion.
Fuad is fond of fish.
এখানে প্রথম বাক্যে মোট চারটা শব্দ শুরু হয়েছে m consonant দিয়ে এবং দ্বিতীয় বাক্যে তিনটা শব্দ শুরু হয়েছে f consonant দিয়ে। Alliteration পদ্যেও ব্যবহৃত হয় আবার গদ্যেও ব্যবহৃত হয়। উদ্দেশ্য হচ্ছে unity (ঐক্য), emphasis (জোর) এবং musical effect (ছন্দময় প্রভাব) তৈরি করা। আরো কয়েকটা alliteration-এর উদাহরণ নিচে দেয়া হল:
Full fathom five thy father lies.
A fair field full of folk,
Round and round the rugged rocks the ragged rascal ran.
 Puffs, powders, patches, bibles, billet-doux.
 Alliteration ব্যবহারের ফলে লেখকের বা বক্তার বক্তব্য জোরালো শ্রুতিমধুর হয়। এতে ভাষার সৌন্দর্য বৃদ্ধি পায় এবং পাঠকও alliteration পড়তে মজা পায়। পাঠক পড়তে মজা পায়বাক্যেও কিন্তু alliteration আছে।
সাহিত্যে আরো উদাহরণঃ
Samuel Taylor Coleridge এর “The Rime of the Ancient Mariner” থেকে
“The fair breeze blew, the white foam flew,
The furrow followed free;
We were the first that ever burst
Into that silent sea.”
 William Shakespeare এর “Romeo and Juliet”  থেকে
“From forth the fatal loins of these two foes;
A pair of star-cross’d lovers take their life.” (Act 1)

No comments:

Post a Comment