Total Pageviews

Wednesday, April 8, 2020

এডগার অ্যালান পো জীবন ও কর্ম - Edgar Allan Poe - Life and Works

এডগার অ্যালান পো জীবন ও কর্ম - Edgar Allan Poe - Life and Works

ডগার অ্যালান পো Edgar Allan Poe (১৮০৯-১৮৪৯)
এডগার অ্যালান পো (১৮০৯-১৮৪৯), ভ্রাম্যমাণ অভিনেতা-অভিনেত্রীর এতিম সন্তান। জন্ম ম্যাসাচুসেটসের বোস্টন শহরে। তিনি তার পরিজন জন ফ্রাংকস অ্যালানের আদরযত্নে বেড়ে ওঠেন ভার্জিনিয়া নামক স্থানে। মাত্র ১৮ বছর বয়সে তার প্রথম কবিতার বই ছাপা হয়। অ্যালানের সাথে ইংল্যান্ডে থাকাকালে পো লন্ডনের ম্যানর স্কুলে ভর্তি হন। ১৮২০ সালে যুক্তরাষ্ট্রে ফিরে আসার পর ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। অ্যালানের সঙ্গে পোর সম্পর্ক কোনো দিনই ভালো ছিল না। সেটা যখন মারাত্মক রূপ নিল তখন অর্থের অভাবে তাকে বিশ্ববিদ্যালয় ছাড়তে হল। তবু অ্যালানের অর্থেই ১৮৩০ সালে পো ভর্তি হলেন ওয়েস্ট পয়েন্টের মিলিটারি একাডেমিতে। তার উচ্ছল স্বভাব আর তার পাতানো পিতার কৃপণতার কারণে ১৮৩১ সালে অপমানিত হয়ে বিতাড়িত হলেন মিলিটারি একাডেমি থেকে। ১৮৩৮ সালে পাতানো পিতার সাথে সকল সম্পর্ক ছিন্ন করলেন পো
যুবক এডগার অ্যালান পো সহায়সম্বলহীন হয়ে অকূল সমুদ্রে ভাসলেন। সেই সংকটকালে সাহিত্যের আঙিনায় পা ফেললেন পো প্রথম দিকে সাফল্য এল না। বেছে নিলেন সাংবাদিকতা সাহিত্য সমালোচক হিসেবে খ্যাতি মিলল, কিন্তু উদ্ধৃঙ্খল স্বভাবের জন্য দারিদ্র্য তাকে তাড়া করতে লাগল। সেই অবস্থায় ১৮৩৬ সালে মামাতো বোন ভার্জিনিয়াকে বিয়ে করলেন। বিয়ের ১১ বছর পর যক্ষ্মা রোগে স্ত্রীর মৃত্যু হল। পো নানা স্বাদের রহস্যময়, রোমাঞ্চকর, অভিযানমূলক কাহিনী রচনা শুরু করলেন। এসব লেখাই তাকে খ্যাতির উচ্চতর শিখরে তুলে দেয়। মাত্র চল্লিশ বছরের সংক্ষিপ্ত জীবনে পো দুঃখকষ্ট দরিদ্রতার সঙ্গে অবিরাম সংগ্রাম করে গেছেন।
১৯৪৯ সালে ৭ অক্তোবর তিনি মৃত্যুবরন করেন।

No comments:

Post a Comment