Total Pageviews

Saturday, March 28, 2020

Metonymy -in Bangla

Metonymy in Bengali

Metonymy in Bengali

Metonymy: অনুকল্প
The metonymy is a figure of speech in which something is referred to by a word which describes a quality or feature of that thing, অর্থাৎ এই figure of speech- একটা জিনিস বুঝাতে এমন একটা শব্দ ব্যবহার করা হয় যে শব্দ জিনিসের কোন একটা বৈশিষ্ট্য বর্ণনা করে। যেমন:
        1.    This is the opinion of the White House.
        2.    Have you read Shakespeare?
এখানে প্রথম বাক্যে আমেরিকার প্রেসিডেন্টকে বুঝাতে তার বাসভবন White House  ব্যবহার করা হয়েছে এবং দ্বিতীয় বাক্যে Shakespeare-এর সাহিত্যকর্ম বুঝাতে Shakespeare কে ব্যবহার করা হয়েছে।
যখন বিষয়বস্তু আর ভাব সরাসরি অন্য একটি বিষয় বা ভাবে স্থানান্তর হয় এবং ওতপ্রোতভাবে মিশে যায় তাকে Metonymy বা অনুকল্প বলা হয়। আরেকটি উদাহরণঃ
Fear not, we are loyal to the throne.
এখানে throne দ্বারা নির্দেশ করছে যে সিংহাসনে আরোহন করবে তাকে।  কোন আসবাবকে নির্দেশ করছেন না।
মাঝে মাঝে Synecdoche এর সাথে Metonymy নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়। Metonymy-এর একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এই যে, যে জিনিসকে বুঝাতে যে জিনিস ব্যবহার করা হয় তাদেরকে physically আলাদা করা সম্ভব। যেমন, pen এবং writer এক জিনিস নয়। Pen এবং writer কে physically separate করা সম্ভব। অন্য দিকে Synecdoche দিয়ে কোন পূর্ণ জিনিস বোঝাতে সেই জিনিসের একটি অংশ অথবা সেই জিনিসের একটি অংশকে বোঝাতে সেই জিনিসটি ব্যবহার করা হয়।  

এখানে Metonymy -এর আরো কিছু উদাহরণ দেয়া হলোঃ
The pen (= writer) is mightier than the sword ( soldier):
Gray hair (= old people) should be respected,
All the world (= people of the world) praises him.
He was ruined by the bottle = wine).
The kettle (= its water) is boiling.

No comments:

Post a Comment