Total Pageviews

Thursday, September 26, 2019

The Definition of Love - Andrew Marvell - Translation in Bangla

The Definition of Love - Andrew Marvell - Translation in Bangla


The Definition of Love - Andrew Marvell - Translation in Bangla

আমার ভালবাসাটি হল দুর্লভ এক ভালবাসা
আর এর কারন হল এর উদ্দেশ্য বড়ই অদ্ভুত উন্নত।
হতাশা থেকেই এর জন্ম
অসম্ভবের উপর।
মহানুভব হতাশাই শুধু
পারে আমাকে এমন জান্নাতী বস্তু দেখাতে
যেখানে দুর্বল আশাগুলো উড়ে বেড়ায়
শুধুমাত্র বৃথাই তার উজ্জ্বল পাখা ঝাপটায়
আমি পৌছতে পারি দ্রুত
যেখানে আমার শক্তিশালী আত্মা বাধা রয়েছে,
কিন্তু নিয়তি সব সময় কিলক ঢোকায়,
আমাদের মাঝখানে।
নিয়তি ঈর্ষার চোখে তাকায়
দুই নিখুঁত প্রেমিক প্রেমিকার দিকে;
তাদের মিলতে দেয় না।
তাদের ঐক্যে নিয়তি ধ্বংস ঘটাবে,
তাই ভাগ্য স্বৈরাচারী শক্তিতে তাদের ঐক্য ব্যর্থ করে
তাই নিয়তির লৌহ কঠিন আদেশে
আমাদেরকে দুই মেরুতে রাখা হয়েছে,
(যদিও আমাদের উপর ভর করেই ঘোরে
সমগ্র পৃথিবীর প্রেমের চাকা)
তবুও আমাদের দু'টি দেহকে আলিঙ্গনাবদ্ধ হতে দেয় না।
যদি না ঘূর্ণায়মান গ্রহ-নক্ষত্রগুলো খসে পড়ে,
এবং পৃথিবীতে নতুন করে ভূমিকম্পের সৃষ্টি হয়;
আমাদের মিলন সম্ভব হতে পারে যদি না সমগ্র পৃথিবী
সমতল মানচিত্রে পরিণত হয়
বাঁকা রেখার ভালবাসা (অবৈধ প্রেম) সহজ হতে পারে
তারা হয়ত মিলতে পারে প্রতিক্ষণে, প্রতিকোণে।
কিন্তু আমাদের প্রেম খুবই সমান্তরাল,
যদিও অসীম তবুও মিলতে পারে না কখনো
অতএব প্রেম আমাদেরকে নিবিড় বন্ধনে বাঁধে,
কিন্তু ঈর্ষাকাতর নিয়তি আমাদের করে আলাদা,
প্রেমে আছে শুধু হৃদয়ের মিল,

আকাশের দুপ্রান্তে দুটি তারার মতন।

The Definition of Love - Summary and Analysis in Bangla

No comments:

Post a Comment