Ode on melancholy - John Keats - Bangla translation - link
Ode on melancholy - John Keats - Bangla summary - synopsis
সার-সংক্ষেপঃ
কবিতার প্রথম স্তবকে কবি বলেছেন যদি আমরা বিষন্নতাকে উপভোগ করতে চাই তবে কি করা উচিত হবে না। হৃদয়কে দুঃখ ভারাক্রান্ত করা যাবে না। যা আমাদের সমস্ত কষ্ট মুছে দেয়। বিষন্নতার যাতনা বুঝতে হলে বিষাক্ত কিছু পান করা যাবে না। গেরুয়া বসনে আবৃত হয়ে চেতনাকে দমিত করা যাবে না । অন্য কথায় আমাদের মনকে মৃত্যু ও দুঃখের ভাবনা থেকে মুক্ত করা যাবে না। রাতের ভীত বিহবল পেচার ডাকে মন খারাপ করা যাবে না। বিষন্নতার মাঝে কোন রহস্য আরোপ করা যাবে না । মোট কথা আমরা যদি বেদনার মধ্যে ডুবে যাই, তবে বিষন্নতার স্বাদ পাওয়া যাবে না। ২য় স্তবকে কবি বিষন্নতাকে আমাদের সামনে হাজির করেছেনেক চমকপ্রদ অবস্থায়, যা বিভিন্ন সুন্দর উপমামন্ডিত। তিনি বিষন্নতাকে তুলনা করেছেন বৃষ্টিস্নাত মেঘের সাথে। মেঘ থেকে ঝড়ে পড়া বৃষ্টি আমাদের মনকে সজিব করে। এটা হল প্রাকৃতিক সৌন্দর্যের বিষয়। একই ভাবে বিষন্নতা আমাদের সুখকর ভাবনা গুলোকে না ভূলিয়ে বরং প্রান দান করে। কবি বলেছেন আমাদের সকালের ফুল দেখে মুগ্ধ হওয়া উচিত। সমূদ্রের সৈকত ও আকাশে ঢেউ খেলানো রংধনুর সৌন্দর্যে মোহিত হওয়া উচিত। পিউনি গাছের ফুলের সৌন্দর্য উপভোগ করা উচিত আর প্রিয়তমার রাগান্বিত মুখের সৌন্দর্য উপভোগ করা উচিত। শেষ স্তবকে এসে কবি বিষন্নতার ধরন সম্পর্কে বর্ণনা করেছেন। তিনি বলেন সৌন্দর্য ও বিষন্নতার দেবী দ্বয় একই মন্দিরে বসবাস করে। আর সৌন্দর্য খুবই স্বল্প স্থায়ী বিষয়। যা মানুষের মনে বিষন্নতার জন্ম দেয়। ব্যক্তি বেদনা দ্বারা তাড়িত হয়। কারন সে খুব কম সময় সৌন্দর্য উপভোগ করতে পারে। মানুষ যখন আনন্দের মাঝে বাস করে তখন তার মনে বিষন্নতার চিন্তা সৃষ্টি হয়। শেশ পর্যন্ত বিষন্নতা মানুষের মনে দুঃখ জাগায়। একজন মানুষ যখন দৈহিক আনন্দ গ্রহন করে, সে জানে এক সময় তার চাওয়া চূড়ান্ত পর্যায়ে পৌছে যাবে, তার আর মোহ থাকবে না এর উপর; যা তাকে বিষন্নতার মাঝে নিয়ে যায়। শেষ পর্যন্ত কবি আমাদের বলতে চেয়েছেন, বিষন্নতা আর আনন্দ বিপরীত বিষয় হলেও তা একই সাথে আমাদের মনের মাঝে কাজ করে। একজন আনন্দ উপভোগের সাথেই বিষন্নতাকেও ধারণ করে। এখানে দেখা যায় তারা একে অন্যের পরিপূরক হিসেবেই কাজ করে। যে মানুষ আনন্দ উপভোগের সাথে সাথে বিষন্নতাকেও ধারন করেতে পারে, সে আসল আনন্দ ও বিষন্নতার স্বাদ লাভ করতে পারে।
Thanks but so much
ReplyDeleteভাল কাজ করছেন চালিয়ে যান। এভাবেই আপনার সাইট একসময় জনপ্রিয় হয়ে উঠবে।
ReplyDeleteThank you so much.It was very helpful to me.Keep it up.
ReplyDelete