Total Pageviews

Wednesday, April 15, 2020

Ode on Lungi - Kaiser Haq - Translation in Bengali

Ode on Lungi - Kaiser Haq - Translation in Bangla

Ode on Lungi - Kaiser Haq - Translation in Bangla
ওড অন দি লুঙ্গি - কায়সার হক - 
(শওকত বেবী ওসমানকে)
পিতামহ ওয়াল্ট (Walt Whitman)
আপনার চেতনার সাথে
মোর ভাবনাকে লীন হতে অনুমতি দিন,
কারণ সদা পাঠ করি আমি
প্যাসেজ টু ইন্ডিয়া (A Passage to India)
আর সে প্রকাশ ভঙ্গিমায়
আমার চেতনায় খুঁজে পাই
ইন্ডিয়া হতে আরো অধিক অঞ্চল
কালের বিরুদ্ধতায় আপনার কাঙ্ক্ষিত দিক 
অতিক্রম করে যায়
আন্তর্জাতিক সীমানার ঘেরাও
আর বঙ্গভূমি অঞ্চল
সম্প্রতি অনেক ভেবেছি আমি
পোশাকের সমতা নিয়ে
কতোনা দূরে আছি মোরা 
এই গণতান্ত্রিক চেতনা হতে!
আর কেমন কপটতা
সব পোশাক একই রূপ
এটা অগ্রাহ্য করবেনা কেউ
না, মোর নেই কোন অভিযোগ
নির্দিষ্ট বিশেষ কোন অঞ্চলের
জ্যাকেট আর টাইএর বিপক্ষে
যা তাদের রুচি মাফিক ব্যবহৃত
বিশেষ ক্রীড়া, পাটির উৎসবে 
আমার প্রসঙ্গ
বৃহত্তর কিছু মৌলিক বিষয়ে
প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে আফ্রিকা অবধি
শত শত লক্ষ লক্ষ জন
পরিধান করেন লুঙ্গি,
আরো জাতি ভিন্ন গোষ্ঠি
যেমন সারং, মুন্ডা, হামেইন, সারাম
পিনন, মাওয়ালি, কিটেনজ, কঙ্গা, কাইকি,
কিংবা ভিন্নতর ধূতি 
এরা এটা পরিধান করে দিবসে সন্ধ্যায়,
ঘরে আর বাইরে
ভাবা যাক
শুধু একটি মুহূর্ত 
ইউরোপ আমেরিকায় যতোনা মানুষ
তার চেয়ে অধিক মানুষ পরেন লুঙ্গি
এবারে চেষ্টা করা যাক-লুঙ্গি পরে
হোয়াইট হাউজের অনুষ্ঠানে যেতে 
তুমিও পিতামহ ওয়াল্ট গণতন্ত্রের পুরোধা
ভেতরে প্রবেশে দেবে বাধা
তুমি হাঁটুটাকা পোশাকে অভ্যস্থ
কিন্তু লুঙ্গিপরে? না, কোন পথ নেই
কিন্তু কেন? এটাই প্রশ্ন 
এটাই জিজ্ঞাসা মোর বিজ্ঞজনের কাছে
একেবারে ডাহা অসমঞ্জস্যতা এর মাঝে
মোদের পোশাক হাঁটুঝোলা ঘাঘরা
আর লুঙ্গি ওদের পোশাক!
ভাবো এবার নব্য সাম্রাজ্যবাদ
আর রাষ্ট্রশাসিত পোষাক বিষয়ে,
চোস্ত আর ধোপ দুরস্ত
হলদে আর বাদামীবর্ণের সাহেবেরা
নাসিকা কুঞ্চিত করে
লুঙ্গি পরিহিত
নিজের একান্তজন
আপনার জনকে দেখে
শুধুমাত্র ব্যতিক্রমী রীতি
শ্রীলঙ্কায়, যেথা উৎসবের তরে
সারংএরা বর্ণিল লুঙ্গি পরিধান করে,
কিংবা মায়ানমারে
রাজনৈতিক নেতারা 
লুঙ্গি পরে সারি দিয়ে দাঁড়ায়
সম্মানিত অভ্যাগত অতিথিকে অভিবাদন জানাতে
কিন্তু বেতের পর্দার অন্তরালে
মায়ানমারের গণতন্ত্রের চেহারার
অর্ধচিহ্ন মাত্র নেই
বৈশ্বিক চেতনায় উদ্বুদ্ধ হওয়ার অপেক্ষা শুধু
সেভিল রো একদা অর্জন করবে 
নতুন চেতনায় উদ্বুদ্ধ মানুষ
রাষ্ট্রসংঘ একদা দখল নেবে ব্যক্তিগত ক্ষেত্র
ঠিক যেমন আমার কাজিন আমেরিকায়
কাজ শেষে ঘরে ফিরে
লাউঞ্জে বেড়ান ঘুরে লুঙ্গি পরে 
তার পুত্র লজ্জায় মরে যায়
পিতা জাতিগত দিক বিসর্জন দিয়ে 
বেঢপ লুঙ্গি পরে বেড়ান ঘুরে
এটা বড়োই হতাশার কথা
কিন্তু শেষাবধি এটা ছাড়বোনা আমি
বড়োই হতাশাজনক অবস্থা
বিষয়ে কিছু একটা করা প্রয়োজন
সিদ্ধান্ত গ্রহণ করেছি
এটাকে বিলুপ্ত হতে দেবনা আমি
পরবর্তীকালে কেউ হানলে কটাক্ষবান
আমি আইভরি টাওয়ারে উঠে
জোর গলায় ঘোষণা দেবো
আমি লুঙ্গির পক্ষে আন্দোলনকারী!
লুঙ্গিপ্রেমিক বন্ধু সুধীজন
আসুন সমবেত হই লুঙ্গি পাটি আর লুঙ্গি জমায়েতে,
আসুন প্রচার করি এর পুরনো
আর খাটি দিকটি
আর সবার সামনে তুলে ধরি আন্তজাতিক লুঙ্গি দিবস
আর যখন জাতিসংঘ প্রধান লুঙ্গি পরিধান করবেন
আর জানাবেন পৃথিবীর সবাইকে
পিতামহ ওয়াল্ট আমি অভিবাদন জানাই আমার লুঙ্গিকে 
আর লুঙ্গির জয়গান গাই
আর কেনই বা তা পরিধান করি
তুমিও পরবে তা
এখনই সময় শেষাবধি তোমার স্থান তৈরী করো
ভারতবর্ষকেও ছাড়িয়ে বাংলাদেশ পানে
লুঙ্গি পরিধান করে বিশ্রাম নাও
কক্সবাজার সমুদ্র সৈকতের কটেজে
(গর্ব করি মোরা পৃথিবীর দীর্ঘতম এই সমুদ্র সৈকত নিয়ে)
দেখ আটাশ জন যুবা স্নান করে লুঙ্গি পরে সমুদ্রজলে
কিন্তু বিষয়টা আসলে কি
(আমার বিজ্ঞ বন্ধুরা
আমি পরোক্ষে উল্লেখ করছি ব্রিউ ব্রুমেল কে),
আমি ফের বিষয়টির পুনরুক্তি করছি, এটা আদতে কি
বিষয়ে সব বলতে যাচ্ছি
লুঙ্গি একটি চারকোনা কাপড়
হতে পারে সাদা, রঙিন, ডোরা কিংবা বিচিত্রবর্ণের,
স্বভাবতই ৪৫X৮০ ইঞ্চি
অর্ধেকটা দৈঘ্য বরাবর সেলাই করে
একটা খোলের মতো বানানো হয় 
এটা তুমি দ্রুত পরিধান করতে পারো
কোন রকম ফিতে বাঁধা ছাড়াই,
কোমড়ের চারপাশে ঘিরে থাকে এটি
একই সাইজ সবারই খাটে
তুমি যদি ধূলো ঝাড়তে চাও
তোমার আসনে বসার জন্য
তাহলে অতি সহজেই লুঙ্গির ভেতরের অংশ বের করে ঝাড় দেবে
হাত মোছার জন্য
সহজেই লুঙ্গির কিনারা ব্যবহার করা চলে,
কুলকুচো করার পর
ধনুকের মতো বাঁকা হয়ে
লুঙ্গির কিনারা দিয়ে মুছতে পারো ঠোট,
শুধু সাবধান যদি তুমি জাঙ্গিয়া পড়ে না থাকো
তাহলে এটিকে তুমি অধিক উঁচুতে তুলোনা
যখন লুঙ্গি পুরনো বলে বাতিল হবে
এটাকে ভাজ করে তুমি
স্কার্ফ বানাতেও পারো
পুরনো হলে এটি ব্যবহৃত হতে পারে
ডিশ ধোয়া, ঘর মোছা
এমন কি কাঁথা সেলাইয়েরও কাজে
কিংবা কল্পনায় তুমি খেলা করতে পারো
এই নল সদৃশ বস্ত্রটা নিয়ে
ব্যাখ্যা করা যায় মহাবিশ্ব গঠনের তন্তুবিদ্যা
যার পেছনে সকল কিছু তৈরীর মূলমন্ত্র
(খুঁজে দেখ মহান স্টিফেন হকিং এর পুস্তকের শিরোনাম)
এবার পেছনে ফিরে আসি
মানুষের সৃষ্টিলগ্নে
যখন লুঙ্গির স্থানে ছিল বিশাল ডুমুর পাতা
এটাই ছিল তখন সাধারণ আবরণ
বছরের অধিকাংশ সময়ে যখন শরীর খোলামেলা
শীলতার তরে, তুমি আরামে কাটাতে পারো
শুধু লুঙ্গিটা সম্বল করে,
গোসলের তরে নদী কিংবা পুকুরে
কিংবা সাঁতার কাটতেও লুঙ্গি,
জ্বলন্ত সূর্যের নীচে একমাত্র লুঙ্গিই হতে পারে
আরবীয়দের আদলের পাগড়ী
কিংবা শিখদের আদলের উষ্ণীষ
যখন শীত নামে 
তখন লুঙ্গিই হতে পারে চাদরের মতোই আবরণ,
কাবাডি খেলায় কিংবা
মল্লযুদ্ধ করার তরে
নামা যায় লুঙ্গি মালকোঁচা মেরে
কিন্তু ফুটবল কিংবা ক্রিকেট মাঠে
কিংবা বৃষ্টিবাদলে কর্দমাক্ত পথে
চলা যায় লুঙ্গির নীচের অংশ ভাজ করে
হাঁটুর উপরে তুলে
লুঙ্গি কাটছাট করে যে কেউ বানাতে পারে
পছন্দমতো নিজের পোশাক;
আর একমাত্র লুঙ্গিই হতেপারে
সারা দুনিয়ার দুস্থজনের সাম্যের প্রতীক
লুঙ্গির উত্থান আর শব্দের মাঝে যতোই থাক হাসির খোরাক
এটি সাধারণ মানুষের পরিচয় কিংবা আরো অধিক কিছু বলে
যখন জেগে উঠে রোমান্টিকতা
তখন দুজনের স্লিপিং ব্যাগ হতেপারে :
একটি নোংরা কৌতুকের বই আর এক বোতল মদিরা
সাথে যদি প্রিয়া সহ থাকে একটি লুঙ্গি
তাহলেই তোমার তরে তা স্বর্গসমান
যদি তোমার ভাগ্য বিরূপ হয়
বৃষ্টিধারা যদি রূপ নেয়
বাইবেলে কথিত মহাপ্লাবনে
পানিতে ভেজা তোমার লুঙ্গিটায়
হাত নেড়ে নেড়ে বাতাস ভরে নাও
তাহলে বেলুনের মতো ফুলে উঠবে
লুঙ্গিটা এটাই তখন মোটামুটি কিস্তির কাজ দেবে 
যখন সহায়তা খুঁজবে তুমি
উঠে পড়ো গাছের মাথায়
লুঙ্গিটা সাথে করে,
ভেজা লুঙ্গি নিংড়ে
বাতাসে শুকাও
পতাকা বানিয়ে বাতাসে উড়াও
বিরাগভরে নিস্ফলা তারকাদের উদ্দেশ্যে 
শব্দার্থ সংক্ষিপ্ত টীকা 
Grandpa Walt - বিখ্যাত আমেরিকান কবি ওয়াল্ট হুইটম্যান তাঁর কবিতা  সংগ্রহের নাম ‘Leaves of Grass’ যেখানে তাঁর ‘Passage to India আর ‘Song of Myself’ নাম বিখ্যাত দুটি কবিতা সংকলিত হয়েছে এইসং অব মাইসেলফ' কবিতাটিরই প্যারডি করেছেন কবি কায়সার হক ‘Ode on the Lungi' শিরোনামে
Shadow Line - বিখ্যাত ঔপন্যাসিক অমিতাভ ঘোষের একটি বিখ্যাত গ্রন্থের নাম এখানে আন্তর্জাতিক সীমানা বোঝানো হয়েছে
I fancy - আমি ভাবি, আমি চিন্তা করি
Anachronistically – কালের বিরুদ্ধতা বোঝানো হয়েছে
Overshoot the target – কাঙ্ক্ষিত কোন বিষয় অন্যদিকে মোড় নেয়া বোঝানো হয়েছে
Lately - খুব বেশী কাল নয় এমন
Sartorial – পোষাক কিংবা পোশাকপরিধানের রীতি বিষয়ক
Sartorial equality – এখানে পোশাকের সমতা বোঝানো হয়েছে
How far------ idea আমরা গণতন্ত্র হতে কতো দুরে এটা বোঝানো হয়েছে
hypocritical -ভ্রান্তি, মিথ্যে
Fancy ------- Party – কোন উৎসবে নিজের নিজের পছন্দ মাফিক পোশাক 
পরা
Sarong - Munda - Htamain - Saaram - Pinon  - Ma’awalis  - Kitenge  - Kanga, - Kaiki - পৃথিবীর নানা স্থানের উপজাতি, যারা সবাই লুঙ্গি পরিধান করে
dhoti – ভারতে হিন্দু সম্প্রদায়ের পোশাক
White House - আমেরিকার প্রেসিডেন্টের আবাস কর্মস্থল
Laureate – উচ্চ মর্যাদা
Kilt-হাঁটু ঝোলা স্কার্ট, স্কটিশগণ পরিধান করেন
Ponder – বিবেচনা করা
Clash civilizations – সভ্যতার দ্বন্দ্ব
Neo-imperialism - কোন দেশ অন্য দেশের উপর রাজনৈতিক ক্ষমতা  খাটিয়ে আয়ত্বে আনা এবং শাসন করা, এখানে লুঙ্গিকে অবমাননা করার বিষয়ে এটা বলা হয়েছে যে, এটাও নব্য সাম্রাজ্যবাদের মতোই একটি বিষয়
Pariah – নিগৃহীত জনদের বোঝানো হয়েছে, অবহেলিতজন
globalised - এখানে বৈশ্বিক দিক 
Savile Row – লন্ডনের একটি বানিজ্যিক স্ট্রীট
Patrons - মক্কেল কিংবা খরিদ্দারগণ
invade - জোর করে দখল নেয়া
Private space- এখানে ব্যক্তিগত জীবন
ridiculous – অসম্ভব, হাস্যকর, উপহাসযোগ্য
ethnic - জাতিগত
attire - পোশাক পোশাক বিষয়ক
depressing – বিষাদাচ্ছন্ন, বেদনাময়
desperate – নিদারুণ হতাশায় ভয়ভাবনাহীন এবং যে কোন পদক্ষেপ গ্রহণে অকুণ্ঠিত; মরিয়া; বেপরোয়া 
Proclaim - ঘঘাষনা করা
activist - প্রচারকারী; সক্রিয় অংশগ্রহণকারী
Lungi Parade - লুঙ্গি আন্দোলনের তরে জমায়েত
Hallmark -বিশুদ্ধতা নির্ণয় করে উৎপাদিত পণ্যে যে ছাপ দেয়া হয়
UN chief-ইউনাইটেড নেশনস্ প্রধান
I celebrate my Lungi - আমি লুঙ্গির জয়গান গাই
Beau Brummell – এক কালের বৃটেনের বিখ্যাত ফ্যাশন ডিজাইনার, বিশেষ করে বস্ত্রের ক্ষেত্রে
hem - লুঙ্গির কিনারা বা পাড়
dishrag - যে কাপড় দ্বারা ডিশ ধোয়া মোছা করা হয়
the textile tube - The barebodied - বস্ত্রবিহীন শরীর
Chilly weather - ঠান্ডা আবহাওয়া
Subaltern - রাষ্ট্রীয়, সামাজিক ভৌগলিক দিক থেকে নিম্নবর্গের মানুষ
deluge - পুরাণে উল্লেখিত বৃষ্টির কারণে মহাপ্লাবন
ark – এখানে নূহের নৌকার কথা বলা হয়েছে 
Sikh style turban – শিখদের পাগড়ীর কথা বলা হয়েছে

No comments:

Post a Comment