Total Pageviews

Thursday, April 16, 2020

Aristophanes – Life and Works - অ্যারিস্টোফেনিস : জীবন ও কর্ম

Aristophanes – Life and Works  - অ্যারিস্টোফেনিস : জীবন ও কর্ম
AristophanesLife and Works  - অ্যারিস্টোফেনিস : জীবন ও কর্ম


কমেডি নাট্টকার Aristophanes ৪৪৫ খ্রি. পূর্বাব্দে গ্রীসের অ্যাথেন্সে জন্মগ্রহণ করেন। তাঁর জীবন ও কর্ম সম্পর্কে খুব কমই জানা গেছে। প্লেটো তার সিম্পোজিয়াম গ্রন্থে অ্যারিস্টোফেনিসকে সক্রেটিসের বন্ধু হিসেবে উল্লেখ করেছেনঅ্যারিস্টোফেনিসের চুয়াল্লিশটি নাটকের কথা জানা গেলেও এ পর্যন্ত তাঁর এগারটি নাটকের সন্ধান মিলেছে। তার নাটকগুলোর মধ্যে নেফিলি, ফ্রগস, লুসিস্ত্রা, হিপ্পি, আর্কানিয়াস বিশেষভাবে উল্লেখযোগ্য। 
অ্যারিস্টোফেনিসের যৌবনকাল কেটেছে বিখ্যাত পেরিক্লিসের জয়যাত্রা ও সমৃদ্ধির যুগে। পেরিক্লিসের শাসনামলেই এথেন্স সমৃদ্ধির চূড়ান্ত শিখরে পেীছে। অ্যারিস্টোফেনিস খেয়াল করেছিলেন যে, গ্রীসের অন্যসব রাজ্যকে পিছনে ফেলে এথেন্স শিল্প সাহিত্য ও সংস্কৃতির ক্ষেত্রে দ্রুত এগিয়ে যাচ্ছে, কিন্তু এই যাত্রা থেমে গেল হঠাৎ করেই। এথেন্সের সমৃদ্ধিতে ঈর্ষান্বিত হয়ে স্পার্টা খুফু ৪৩১ খ্রি. পূর্বাব্দে পিলোপনেশীয় যুদ্ধ শুরু করল। যুদ্ধের ভয়াবহতা থেকে নিজেদের বাঁচানোর জন্য গ্রামাঞ্চলের লোকেরা যখন এথেন্সের নগর প্রাকারে আশ্রয় নিল দলে দলে তখন সেখানে দেখা দিল মহামারী, এথেন্সের এক-চতুর্থাংশ লোক ভয়াবহ প্লেগের শিকার হল। মহান নেতা পেরিক্লিসও মৃত্যুবরণ করলেন। এথেন্সের শক্তি ও সাহসিকতা একেবারেই ভেঙ্গে গেল। ৪০৪ খ্রি. পূ. পর্যন্ত এ যুদ্ধ চলে। যুদ্ধ শেষে এথেন্স প্রায় আঁধারে নিমজ্জিত হল। অ্যারিস্টোফেনিসের অধিকাংশ নাটকই পিলোপনেশীয় যুদ্ধ চলাকালে রচিত। যুদ্ধের অনিশ্চয়তার পটভূমিতে এথেন্সে পেশাদার দার্শনিক সফিস্টদের সন্দেহবাদ এবং বস্তুবাদের দর্শন জনপ্রিয়তা পায়। এছাড়া জটিল কুটতর্কেরও প্রসার ঘটে তখন। অ্যারিস্টোফেনিস এই পরিবর্তনটাকে অত্যন্ত ক্ষতিকর হিসেবে বিবেচনা করলেন। তিনি সর্বদাই পিলোপনেশীয় যুদ্ধের বিপক্ষে ছিলেন। এথেন্সের এই করুণ অবস্থার জন্য তিনি এর গণতান্ত্রিক রীতি ও নেতৃবৃন্দকে দোষী মনে করতেন। এজন্য অনেকে তাকে স্পার্টার সমর্থকদের বেতনভোগী অনুচর বলে সন্দেহ করতেন। অ্যারিস্টোফেনিস তাঁর কমেডিগুলোতে এথেন্সের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে লক্ষ করে বিদ্রুপ হেনেছেন। কমেড়ির জগতে যত রকম কলাকৌশল আছে অ্যারিস্টোফেনিস তাঁর সব নাটকেই এগুলো দক্ষতার সাথে ব্যবহার করেছেন। হাস্য কৌতুক, ব্যঙ্গ বিদ্রুপ, শব্দের নানাবিধ ব্যবহার, উদ্ভট সব পরিবেশ তৈরি, আদিরসের প্লাবন সবকিছুরই সাক্ষাৎ পাই আমরা তার রচিত নাটকগুলোতে। এই কমেডি রচয়িতা ৩৮৬ কিংবা ৩৮০ খ্রি.পূ. মৃত্যুবরণ করেন। 

No comments:

Post a Comment