Total Pageviews

Tuesday, November 19, 2019

The Divine Image from Songs of Innocence BY William Blake - Translation ans Analysis in Bengali


The Divine Image from Songs of Innocence BY William Blake - Translation and Analysis in Bengali


THE DIVING IMAGE
মূল কবিতা
প্রেম, দয়া, শান্তি করুণা,
দুঃখের কালে সবাই করে প্রার্থনা।
দুঃখ মোচন করলে
শোকর গুজার করে সবাই।
প্রেম, দয়া, শান্তি, করুণার
মালিক তিনি, মোদের পিতা,
প্রেম, শান্তি করুণা,
মানুষ তার যত্নের সন্তান।
দয়া থাকে মানব হৃদে,
করুণা থাকে অবয়বে,
মানুষেরই উজ্জ্বল মূর্তি প্রেম,
আর শান্তি হচ্ছে মানুষের পোশাক।
সকল দেশের সকল মানুষ ওরে,
দুঃখের কালে স্মরণ করে তারে।
প্রার্থনা গায় তারই কাছে, আর
প্রেম, দয়া, শান্তি, করুণার ।।
অবশ্যই সবাই ভালবাসবে মানুষকে,
পৌত্তলিক, মুসলিম কিংবা ইহুদীকে।
যেথায় থাকে প্রেম, দয়া, শান্তি করুণা,
সেথায় প্রভু বসত করে, অন্য কোথাও না।
সার-সংক্ষেপ
 আলোচ্য কবিতায় কবি উইলিয়াম ব্লেক তাঁর দর্শন উপস্থাপন করে দেখান যে মানুষের মধ্যেই আছে ঐশ্বরিক গুণাবলি। ক্ষমা, ভয়, শান্তি ভালোবাসা এই চারটি সদগুণের সবগুলোই মানুষের মধ্যে বর্তমান। এখানে ভালোবাসা মানুষের মাঝে ঐশ্বরিক বৈশিষ্ট্য এবং ভয়ের ছাপ আছে তাদের মুখাবয়বে। এছাড়া ক্ষমা মানুষের হৃদয় শান্তি তাদের পোশাক। ঈশ্বরের মতো মানুষও ঐশ্বরিক কিছু গুণের অধিকারী যা তাদেরকে পৌছে দেয়
ঈশ্বরের কাছাকাছি। আলোচ্য কবিতাটি পাঁচ স্তবকে বিন্যস্ত। দ্বিতীয় স্তবক বাদে প্রতি স্তবকেই কখগখ ছন্দে রচিত হয়েছে। এছাড়া ছন্দের আরো ভিন্নতা পরিলক্ষিত হয়। স্তবক এর উদাহরণ আছে। এই কবিতাটি হেরোইক ছন্দে রচিত আছে যা তাকে একটি সম্পূর্ণ অবকাঠামো দান করেছে। ব্লেক নিজেই এই ঐশ্বরিকতাকে তুলে ধরেছেন শেষ স্তবক ছোটো কালো শিশুর চিত্রকল্প দ্বারা। তিনি সেখানে বলেন যে সবাই মানবিকভাবেই ভালোবাসে, হোক না সে যে কেউ। ছোট শিশুদের অন্তর অদৃশ্যভাবে ঈশ্বরকেই ধারণ করে কারণ আমরা তাঁর আদলেই তৈরি হয়েছি। এই ঐশ্বরিক সত্তা বাস করে ভয়, ক্ষমা ভালোবাসার মধ্যে যেহেতু ঈশ্বর সেখানেই বাস করেন।
শব্দার্থ টীকা
Merry ... love: এটা ঈশ্বরের গুণ, তাই তারা এই গুণ ধারণ করছে
distress :বিপদগ্রস্ত
And ... thankfulness : বিপদগ্রস্ত মানুষ ঈশ্বরের করুণা ভালোবাসা দয়া কামনা করে যা ঈশ্বরের অস্তিত্বের সাথে ব্যক্তিতে উপস্থাপন করে
And ... care : ঈশ্বর সমস্ত ভালো গুণাবলির মালিক এবং তিনি তা তাঁর সৃষ্টির প্রতি প্রয়োগ করেন; ঈশ্বর সৃষ্টিকর্তা এবং সমস্ত প্রাণি ভঁর সন্তান।
For ... heart : আমরা মানুষের হৃদয়ে ক্ষমার গুণ দেখতে পাই
pity ... face ; আমরা মানুষের মধ্যে ভয়ভীতি দেখি
. And love ... divine : মানুষের মধ্যে আছে স্বর্গীয় ভালোবাসা
And ... press : এছাড়া, শান্তিও মানুষের মধ্যে বর্তমান আছে।
clime: স্থান।
human fom divine: ঈশ্বরের আদলে মানুষ, যে ধারণ করে সৎগুণাবলি
heathen : খ্রিষ্টান নয় এমন কেউ
dwell : অবস্থান।

1 comment: