Total Pageviews

Monday, October 14, 2019

Iliad - Homer - Summary in Bangla

Iliad - Homer  - Summary in Bangla 

Iliad - Homer  - Summary in Bangla 

ইলিয়াড - 
গ্রীক বীর একিলিসের ক্রোধের ঘটনার বর্ণনার মাধ্যমেই ইলিয়াড মহাকাব্যের সুচনা হয়েছে। বছর ধরে চলছে গ্রিক আর ট্রয়পক্ষে যুদ্ধ। একাদশ বর্ষে গ্রিক শিবিরে চরম বিপর্যয় নেমে আসে গ্রিক বীর আগামেমনন একিলিসের মাঝে নারীঘটিত বিবাদের জের ধরে দেবতা আ্যাপোলোর পুরোহিত ক্রাইসেসের কন্যা ক্রাইসেইসকে বন্দী করে আনে গ্রিকরা ক্রাইসেস কন্যাকে ফেরত চাইলে আগামেমনন তাকে অপমান করেন আর কারণে ক্রোধে ক্ষিপ্ত হয়ে অ্যাপোলো মহামারি রোগ ছড়িয়ে দেন গ্রিক শিবিরে আগমেমনন শেষে তার বন্দিনীকে ফেরত দিতে বাধ্য হন এবং একিলিসের ভাগের বন্দিনী ব্রিসেইসকে ছিনিয়ে নেন এতেই শুরু হয় দুজনের দ্বন্দ্ব একিলিস ক্রোধে ক্ষিপ্ত হয়ে যুদ্ধে যোগদানে বিরত রইলেন। আর এ কারণে গ্রীক বাহিনী রীতিমতো পর্যুদন্ত হতে লাগল ট্রয় বাহিনীর হাতে গ্রিক বীর ডায়োমিডাস অত্যন্ত সাহসিকতার পরিচয় দিলেন যুদ্ধক্ষেত্রে। তিনি ট্রয়পক্ষ সহায়তাকারী দেবী আফ্রোদিতি যুদ্ধদেবতা আ্যারেসকে আহত করলেন
ট্রয়বীর হেক্টর প্রচণ্ড গতিতে এগোতে লাগলেন গ্রিক শিবির লক্ষ্য করে। তার অন্যতম উদ্দেশ্য গ্রিকদের জাহাজগুলোতে আগুন ধরিয়ে দেয়া দুই পক্ষের ঘোরতর যুদ্ধে গ্রিক পক্ষে আগামেমনন, ডায়োমিডাস, অডিসিউস প্রমুখ এসব বীর আহত হয়ে শিবিরে অবস্থান করতে লাগলেন আর সুযোগে ট্রয়বাহিনী এগিয়ে এল গ্রিক জাহাজের কাছে এবং গ্রীক জাহাজে উঠে পড়ল অনেকেই এদিকে অলিম্পাস পর্বতের দেবতারা দুই পক্ষে ভাগ হয়ে দুদলকেই সমর্থন দিতে লাগলেন দেবরাজ জিউস প্রথম দিকে ট্রয়পক্ষ অবলম্বন করলেও শেষে নিষ্ক্রিয় হয়ে যুদ্ধ অবলোকন করতে লাগলেন গ্রীকরা যখন ট্রয়বাহিনীর হাতে রীতিমতো পর্যুদস্ত তখন তারা বাধ্য হয়ে উপঢৌকনসহ চলে গেলেন একিলিসের জাহাজে আগামেমননের অনুরোধ নিয়ে একিলিস নিজে না এসে তাঁর বর্মটাসহ তার বন্ধু সহযোদ্ধা প্যাট্রোক্লাসকে পাঠালেন যুদ্ধে প্যাট্রোক্লাস বহু ট্রয় সেনা নিহত করে হেক্টরের হাতে নিজেও নিহত হলেন প্যাট্রোক্লাসের শবদেহের দখল নিয়ে দুই পক্ষে লড়াই আরো তুঙ্গে উঠল একিলিস তার সহকর্মীর মৃত্যুসংবাদে ক্ষিপ্ত হয়ে যুদ্ধে অবতীর্ণ হলেন একিলিসের মূল উদ্দেশ্য হেক্টরকে খুঁজে বের করে তাকে হত্যা করা
একিলিস যুদ্ধে অবতীর্ণ হয়ে তার সহযোদ্ধা প্রিয় প্যাট্রোক্লাসের শবদেহটা নিজের আয়ত্তে আনলেন ট্রয়বাহিনীর কবজা হতে অতঃপর জাকজমক সহকারে সম্মানের সাথে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পাদন করলেন এবার একিলিস হেক্টরের মুখোমুখি হলেন। বহুদূর পর্যন্ত তাড়া করে জ্যানথাস নদীর মোহনায় এসে পাকড়াও করলেন হেক্টরকে এবং হত্যা করলেন হেক্টরের মৃতদেহটাকে রথের সাথে বেধে যুদ্ধক্ষেত্রের চারপাশে ছুটে বেড়ালেন ট্রয়বাসী শুধু অসহায়ের মতো এটা প্রত্যক্ষ করল শেষে রাজা প্রায়াম এলেন একিলিসের শিবিরে। তিনি এসে একিলিসের কাছ থেকে তার পুত্রের শবদেহটা প্রার্থনা করলেন একিলিস বৃদ্ধ রাজার হাতে অর্পণ করলেন তার প্রিয় পুত্রের শবদেহ ট্রয়নগরীতে রাজা প্রায়াম পৌছালে শোকের মাতম উঠল সর্বত্র শেষে উপযুক্ত মর্যাদাসহকারে ট্রয়বাসীরা হেক্টরের অন্ত্যেক্টিক্রিয়া সম্পাদন করলেন এখানেই সমাপ্তি ঘটেছে ইলিয়াড মহাকাব্যের


1 comment: