Total Pageviews

Monday, July 29, 2019

The Chimney Sweeper – William Blake - From Songs of Innocence and Experience - Bangla Summary and Analysis




The Chimney Sweeper –William Blake - From Songs of Innocence and Experience - Bangla Summary and Analysis

The Chimney Sweeper  From Songs of Innocence - সার-সংক্ষেপঃ
১৭৮৯ সালে ফরাসী বিপ্লবের সময় উইলিয়াম ব্লেইক তার সং অফ ইনোসেন্স প্রকাশ করেছিলেন। এই বইটির একটি বিখ্যাত কবিতা হ দ্যা চিমনি সুইপার। এই কবিতার বক্তা একজন চিমনি সুইপার, যাকে মায়ের মৃত্যুর পরই বিক্রি করে দেয়া হয়। সে সুইপ উচ্চারণ করতে পারত না। সে তখনও উইপ উচ্চারণ করত। সে তার বন্ধু টমের গল্প করছে যাকে চিমনির কাজের জন্য উপযোগী করে তুলতে চুল কেটে নেয়া হয়েছিল। বক্তা টমকে সান্তনা দিল এবং টম স্বপ্নে ঢুকে দেখতে পেল তার মতো অগণিত বালক একইভাবে এই কাজ করে যাচ্ছে আর চিৎকার করে তাদের বেদনার কথা বলে বেড়াচ্ছে। কারণ তারা বন্দি আছে কালো কফিনের ভিতর। ঈশ্বরেরদূত এসে চাবি দ্বারা কফিন খুলে বালকদের মুক্ত করলেন। মুক্তিপ্রাপ্ত শিশুরা সবুজ ক্ষেতের মধ্য দিয়ে ছুটে নদীর কাছে চলে গেল এবং নদীর জলে তাদের সমস্ত কালি মুছে ফেলল। ফিরে যখন আসছিল সূর্যের আলোয় তাদের শুভ্র উজ্জ্বল দেখাচ্ছিল। ঈশ্বরেরদূত টমকে বলছে যদি সে ভালো ছেলে হয় তবে সেও এই শিশুদের মতো মুক্তি পাবে, সে যদি ঈশ্বরের দয়া ও ভালোবাসা পেতে চায় তবে তাকে ভালো ছেলে হতে হবে আর এর মাধ্যমে তার জীবনে আনন্দের অভাব থাকবেনাটম স্বপ্ন থেকে বেরিয়ে এসে দেখলো যে তারা কাজের জন্য রওয়ানা হচ্ছে এবং মনে মনে সুখী হলো তাদের কষ্টের একদিন লাঘব হবেই।
আলোচ্য কবিতাটি ছয়টি স্তবকে বিভক্ত এবং প্রতি স্তবকে চার লাইন করে বিন্যস্ত আছে। এখানে ছন্দরীতি কখখ আকারে রচিত হয়েছে। প্রথম স্তবকে এক বালকের সাথে পরিচয় হয় আমাদের, যে ঘটনাচক্রে চিমনি সুইপারের কাজ করছে। দ্বিতীয় স্তবকে টম ড্যাকর নামক আর এক চিমনি সুইপারের দেখা পাই যে বক্তার বক্তব্য প্রকাশে সহায়ক ভূমিকা পালন করে। টম তার জীবন নিয়ে হতাশ বলে বক্তা তাকে সান্ত্বনা দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। পরবর্তী তিনটি স্তবকে দেখতে পাই যে টমের স্বপ্নে চিমনি সুইপারদের স্বর্গের বর্ণনা দেয়া হয়েছে।
শেষ স্তবকে কবি দেখান টম স্বপ্ন থেকে বাস্তবে এসে দেখতে পায় বা চিমনি সুইপার কাজে যোগদানের লক্ষ্যে তৈরি হচ্ছে। এই টমের স্বপ্নে যদিও সমালোচনার বিষয় আছে ব্লেক মনে করেছেন ভবিষ্যৎ আশাবাণীর মাধ্যমেই নিপীড়নকে রোধ করা যাবে। বালকেরা কাজে মনোযোগী হবে,  কারণ তারা ভবিষ্যৎ নিয়ে আশাবাদী। আমরা দেখতে পাই আমাদের সমাজে পুঁজিপতিরা এমন স্বপ্নের জাল বিস্তার করে রাখে, ফলে তাদের বিরুদ্ধে দাঁড়াবার মতো সুযোগ নিপীড়িতরা পায় না। যদিও ব্লেক তাঁর Songs of Experience-দ্যা চিমনি সুইপার কবিতায় এই দূষণ থেকে মুক্ত আছেন।
কবিতাটিকে আমরা যদি সামাজিক দৃষ্টিকোণ থেকে দেখি, তবে বোঝা যাবে এই চিমনি সুইপাররা কতখানি বঞ্চিত ও নিপীড়িত অবস্থার মধ্যে জীবন ধারণ করে। টম ড্যাকরের স্বপ্নে দেখা আশারবাণীকে আমরা দেখি তার এই জীবনে আর মুক্তি না মিললেও দ্রুত মৃত্যুর মধ্য দিয়ে পরবর্তী জীবনে শান্তিতে থাকার স্বপ্ন বিদ্যমান আছে। এটা আমাদের তার অবস্থা সম্পর্কে ভাবতে বাধ্য করে এবং আমরা তখনকার সামাজিক অবস্থা বুঝতে সক্ষম হই।

The Chimney Sweeper  From Songs of Experience  সার-সংক্ষেপঃ
Songs of Innocence-এর Chimney Sweeper আর Songs of Experience- এর Chimney Sweeper মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয় পূর্বের কবিতায় চিমনি সুইপার বালককে দেখা যায় আনন্দে বন-উপত্যকায় ঘুরছে, মেঘের সাথে উড়ছে যা আমাদের কাছে এক সুখের অনুভূতি উপস্থাপন করে  কিন্তু পরবর্তী কবিতায় আমরা দেখি বালকের একাকিত্ব তার পিতামাতা তাকে চিমনি পরিষ্কারের কাজে রেখে গির্জার প্রার্থনায় যোগদান করছে যখন পিতামাতা ঈশ্বরের উদ্দেশ্যে প্রার্থনারত তখন বালক কালি-ঝুলির মধ্যে একা একা চিৎকার করছে
আলোচ্য কবিতায় চিমনি সুইপারের এই করুণ পরিণতির মাধ্যমে কবি সামাজিক রীতির অমানবিক দিক আমাদের সামনে উপস্থাপন করেছেন এছাড়া তৎকালীন গির্জার অব্যবস্থাপনা ও পিতামাতার অশিক্ষাও এখানে ফুটে ওঠে কবিতায় প্রথমেই কবি চিমনি সুইপারের অমানবিক অবস্থা আমাদের সামনে উপস্থাপন করেছেন এবং শেষ লাইনের মাধ্যমে তার কারণ বলার চেষ্টা করেছেন চিমনি সুইপারের অবস্থা দেখে তাকে মানুষ বলে প্রতীয়মান হয় না, কারণ সে সারা শরীরে কালি মেখে আছে এবং একা একাই পথের মধ্যে কাঁদছে কেউ তাকে গ্রাহ্য করছে না স্বাভাবিক বালকের মত সে পিতমাতার স্নেহ পাচ্ছে না। তারাই তাকে এই অমানবিক কাজে নিযুক্ত করে নিজেরা ঈশ্বরের উদ্দেশ্যে প্রার্থনায় মগ্ন। বালক বলছে, সেও একসময় সুখী ছিল, এবং শীতকে অগ্রাহ্য করে হাসি আনন্দে দিন যাপন করত। কিন্তু তার পিতামাতা তাকে খুশি দেখে বিরক্ত হয়ে চিমনি পরিষ্কারের কাজে নিযুক্ত করে এবং এই কালিমাখা অবস্থায় দিনযাপন করতে বাধ্য করে। যখন সে এ অবস্থায়ই নেচে বেড়ায়, তারা ভাবে ঠিক কাজেই তাকে রাখা হয়েছে। এই প্রথানুসারে তারা খুশি মনে ঈশ্বরের আরাধনায় নিজেদের নিয়োজিত রেখেছে। পিতামাতা হয়তো নিজেদের দোষ অনুভব করে। কিন্তু তারা যখন দেখে সন্তান চিমনি পরিষ্কারের কাজ নির্দ্বিধায় করছে গির্জায় পড়ে থাকে। ব্লেক আলোচ্য কবিতায় সামাজিক সমস্যা দেখাতে চেয়েছেন। তিনি দেখিয়েছেন আমাদের পিতামাতারা কতখানি ভুলের মধ্যে বাস করে এবং যাজক-পুরোহিতরা এর থেকে কীভাবে ফায়দা তুলে নেয়।
অন্যান্য লিঙ্কঃ 
১। চিমনি পরিষ্কারক  উইলিয়াম ব্লেইক  সং অফ ইনোসেন্স – বাংলা অনুবাদ The Chimney Sweeper –William Blake - From Songs of Innocence - Bangla translation

২। চিমনি পরিষ্কারক - উইলিয়াম ব্লেইক  সংস অফ ইনোসেন্স এন্ড এক্সপেরিএন্স – বাংলা সারাংশ ও আলোচনা The Chimney Sweeper – William Blake - From Songs of Innocence and Experience - Bangla Summary and Analysis
৩। চিমনি পরিষ্কারক - উইলিয়াম ব্লেইক  সংস অফ এক্সপেরিএন্স – বাংলা অনুবাদ The Chimney Sweeper –William Blake - From Songs of Experience - Bangla translation


1 comment: