Total Pageviews

Wednesday, March 13, 2019

The Spertoi, Cadmus and Athena - Founding of the ancient city Thebes

The Spertoi, Cadmus and Athena - in Thebes



কিভাবে থেবস[Thebes] শহরটির পত্তন হয়েছিল?
যেখান থেকে এই ব্লগটি লিখতে অনুপ্রাণিত হয়েছি তাঁর লিঙ্কঃ পোয়েটিকস এর ১৬শ পরিচ্ছেদ এর অনুবাদ, ব্যাখ্যা ও টিকাসমূহ 
তোমরা যারা সফোক্লিসের [Sophocles] রাজা ঈডিপাস [Oedipus Rex] নাটকটি পড়েছো, তাদের নিশ্চই থেবস নগরের কথা মনে আছে।   
গ্রী কল্পপুরাণে এরূপ উল্লেখ পাওয়া যায় যে Thebes Spertoi-স্পার্টোই বা অভিজাত কতকগুলো পরিবারের সন্তানরা অঙ্গে বর্শাফলক চিহ্ন ধারণ করত এবং চিহ্নের সাহায্যেই তাদের পরিচিতি জানা যেত। স্পার্টোই শব্দের সাধারণ অর্থ রোপিত মানুষ কথাটি যেন বীজ থেকে উৎপন্ন শস্যের ন্যায় মনুষ্য শস্যের ইঙ্গিত দিচ্ছে বস্ততঃ গ্রীক পুরাণের কাহিনীটি এই: টায়ারের রাজা অ্যাজিনরেব[Agenor] কন্যা ইউরোপা[Europa] রহস্যজনকভাবে হারিয়ে গেলে, তিনি পুত্র ক্যাডমাস [Cadmus] -কে তাঁর খোজে বাইরে প্রেরণ করলেন। তার সঙ্গে গেল দুই সহোদর সিলিক্স[Cilix] এবং ফিনিক্স[Phoenix]।ইউরোপাকে আসলে জিউস[Zeus] চুরি করে নিয়ে গিয়েছিল। যাই হোক, তাদের প্রতি নির্দেশ ছিল, ভগিনীকে খুঁজে বের করতে না পারলে তারা যেন আর দেশে না ফেরে। ফিনিক্স উত্তর আফ্রিকার ফিনিশিয়া পর্যন্ত খুজে থেমে যায়। সিলিক্স এশিয়া মাইনরে সিসিলিয়া পর্যন্ত খুজে। তাদের আরেক চাচাতো ভাই ছিল থ্যাসাস[Thasus], সেও থ্যাসুস[Thasos]পর্যন্ত খোজে। এদিকে ক্যাডমাস খোজা চালিয়ে যায়। সে ডেলফিতে দৈব বানী শুনতে যায়। তারা তাকে খোজাখুজি ভুলে অন্য কাজের আদেশ দেয়। দৈববাণীতে[Oracle of Delphi] আদিষ্ট হয় যে সে যেন Delphi থেকে বেরিয়ে যে গরুটিকে দেতে পাবে, তারই অনুসরণ করে যেখানে গিয়ে দেখবে গরুটা মাটিতে শুয়ে পড়বে, সেখানেই স্থায়ীভাবে নিজস্ব বাসভবন গড়ে তোলে গরুটি চলতে চলতে পরবর্তীকালের থেবস নগরীর জন্য নির্ধারিত স্থান সেফিসাস নদীর তীরে এসে মাটিতে শুয়ে পড়ল। ক্যাডমাসও দৈববাণীকে মেনে নিয়ে এখানে দুর্গপ্রাচী নির্মাণ করে স্থায়ীভাবে বসবাসের উদ্যোগ নিল। ক্যাডমাসের নামানুসারে দুর্গপ্রাচী-বেষ্টিত স্থানের নাম হল ক্যাডমিয়া ক্যাডমিয়াতে পানীয় জল সরবরাহের ব্যবস্থা করতে গিয়ে ক্যাডমাসকে ব্যবস্থার প্রতিবাদী এক ড্রাগনকে হত্যা করতে হয়। ড্রাগন ছিল দেবতা এরেসের[Ares] সন্তান। ফলে ক্যাডমাস দেবতা এরেসের রোষে পতিত হয় এবং কিছুকাল[প্রায় বছর] তার দাসত্ব স্বীকার করে কৃতকর্মের জন্য উপযুক্ত প্রায়শ্চিত্ত করতে বাধ্য হয়। পরে এথেনা [Athena] - উপদেশে ক্যাডমাস ড্রাগনের দাতগুলো মাটিতে বুনে দিলে, মাটি থেকে সশস্ত্র মানুষের এক বিরাট বাহিনী উৎপন্ন হল। প্রথমে ক্যাডমাস তাদের দিকে পাথর ছুঁড়ে মারলে তারা ভাবে তাদেরই নিজেদের কেউ এই কাজ করেছে। তারা নিজেরাই নিজেদের বিরুদ্ধে মারামারি করে একে অপরকে হত্যা করতে থাকে। ক্যাডমাস কৌশলে এদের পরস্পরের বিরুদ্ধে হানাহানিতে প্রবৃত্ত করালে এদের মাত্র পাঁচজন ছাড়া আর সবাই নিহত হল যে পাঁচজন বেঁচে রইল, তারাই হল থেবসের পরবর্তীকালের অভিজাত পরিবার সমুহের পূর্বপুরুষ। এদেরই বলা হল স্পার্টোই বা রোপিত মানুষ, কারণ তারা ফসলের ন্যায় মাটির বুকেই গজিয়ে উঠেছিল। এদের বংশধররা জন্মদাগ হিসাবে দেহে বর্শাফলক চিহ্ন ধারণ করত বলে শোনা যায়।

সতর্কীকরণঃ সম্পূর্ণ গাজাখুরি ঘটনা, এর উপর ঈমান আনার কোন কারন নাই।


No comments:

Post a Comment