Total Pageviews

Saturday, December 21, 2019

John Dryden - life and works in Bengali - জন ড্রাইডেন - জীবন ও কর্ম

John Dryden - life and works in Bengali

John Dryden - life and works in Bengali


জীবন কর্ম:
ইংল্যান্ডের প্রথম পোয়েট লরিয়েট (Poet laureate) জন ড্রাইডেন (John Dryden) নর্থহ্যাম্পটনশায়ারের (Northamptonshire) থ্র্যাপস্টন (Thrapston) শহরের কাছে এডউইঙ্কল (Aldwincle) নামক গ্রামে ১৯৩১ সালের ৯ই আগস্ট জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম ইরাসমাস ড্রাইডেন (Erasmus Dryden) এবং মাতার নাম ম্যারী পিকারিং (Mary Pickering) ড্রাইডেনের শিশুকাল কেটেছিল টিচমার্শে (Titchmarsh) এবং বাল্যকাল কেটেছিল ওয়েষ্ট-মিনিষ্টারে। এখানেই তাঁকে স্কুলে ভর্তি করা হয়। তার স্কুল জীবনের এক বন্ধু  হেষ্টিংস (Lord Hastings (স্মল পক্সের আক্রমনে মারা যান) ) স্মরণে তিনি একটা শোক গাথা রচনা করেন এবং পার্সিয়াস এর একটি ব্যঙ্গ রচনার অনুবাদ করেন। ১৬৫০ সালে তিনি ট্রিনিটি কলেজে ভর্তি হন এবং ১৬৫৪ তিনি গ্র্যাজুয়েশান লাভ করেন কিন্তু তিনি কোনো বৃত্তি লাভ করেননি। বছরই তাঁর পিতার মৃত্যু হয় এবং ড্রাইডেন ছোটো একটি ভূসম্পদের মালিক হন। সময়ই তিনি তাঁর সুন্দরী চাচাতো বোনের প্রেমে পড়েন, কিন্তু সে প্রেম প্রত্যাখ্যাত হয়। পিতার মৃত্যুর পর ড্রাইডেন ক্যামব্রিজে কালাতিপাত করেন, পরে তিনি লন্ডন যান এবং তাঁর মামাতো ভাই স্যার গিলবার্ট পিকারিং (Sir Gilbert Pickering) এর সচিব নিযুক্ত হন। ক্রমওয়েল (Oliver Cromwell) এর মৃত্যুতে ড্রাইডেন একটি শোক কবিতা রচনা করেন ১৬৫৮ সালে। যৌবনে ড্রাইডেন ছিলেন রাজনৈতিক সুবিধাবাদী তাই তিনি রেষ্টোরেশনকে (Restoration) স্বাগত জানিয়ে রচনা করেন Astrea Redux ত্রিশ বছর বয়সে ড্রাইডেন লেডী এলিযাবেথ হাওয়ার্ডকে বিয়ে করেন এতে ড্রাইডেন পরিবারে আর্থিক স্বাচ্ছন্দ এলেও শান্তি আসে না কারণ লেডী হাওয়ার্ড ছিলেন দুর্বলচিত্ত বদমেজাজি।
ড্রাইডেন শুধু তার যুগের প্রধান সাহিত্য ব্যক্তিত্বদের অন্যতমই ছিলেন না, তিনি সে যুগের সাহিত্য বৈশিষ্ট্য নির্মাণেও বিশেষ ভূমিকা রাখেন। তাঁর রচিত কবিতা, প্রবন্ধ এত গভীরভাবে প্রভাব বিস্তার করেছিল যে পরবর্তী শতকেও তা স্থায়ী হয়েছিল। তাই স্যার ওয়াল্টার স্কট (Sir Walter Scott,) তাকে গ্লোরিয়াস জন (Glorious John) উপাধি দেন।
এক নজরেঃ John Dryden
Born 1631, Aldwincle, Thrapston Northamptonshire, England
Died 1700, London, England
Occupation poet, literary critic, playwright poet laureate (1668-1688)
Notable works Absalom and Achitophel, MacFlecknoe
Nationality English

ড্রাইডেনের রচনাপঞ্জি
১৬৫৯ অলিভার ক্রমওয়েল স্মরণে স্মৃতিচারণমূলক তাঁর রচনা Heroique Stanzasপ্রকাশিত হয়।
১৬৬০ - রাজা দ্বিতীয় চার্লসের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ড্রাইডেন রচিতAstraea Redux” (ন্যায় বিচারের প্রত্যাবর্তন) প্রকাশিত হয়
১৬৬৩ ড্রাইডেনের প্রথম নাটক TheWild Gallantপ্রকাশিত মঞ্চস্থ হয়।
১৬৬৫ – “An Essay of Dramatic Poesyরচনা শুরু করেন যা ১৬৬৮ সালে প্রকাশিত হয়।
১৬৬৭ – “Annus Mirabilisপ্রকাশিত হয়
১৬৬৮ - ড্রাইডেন ইংল্যান্ডের সভা কবি নিযুক্ত হন।
১৬৭০ ড্রাইডেনের “The Conquest of Granada Part-I” প্রকাশিত হয়।
১৬৭১ – “The Conquest of Granada Part-IIপ্রকাশিত হয়
১৬৭২ হাস্যরসাত্মক নাটক Marriagede la Modeমঞ্চস্থ হয়।
১৬৭৭ অমিত্রাক্ষর ছন্দে রচিত তার নাটক Allfor Loveমঞ্চস্থ হয়।
১৬৭৮ – “Mac Flecknoeরচিত হয়, ১৬৮২ সালে তা প্রকাশিত হয়।।
১৬৮১ – “Absalom and Achitophel” (দ্বিতীয় চার্লসের পক্ষে রচিত) প্রকাশিত হয়। নাটক লেখা বন্ধ করে ব্যঙ্গ রচনায় মন দেন।
১৬৮৩ --“The Medal” “Mac Flecknoe""Absalom Achitophel”-এর দ্বিতীয় পর্ব নাহুম টাট এর সহযোগিতায় প্রকাশিত হয়। Religio Laiciপ্রকাশিত হয়।
১৬৮৫ – “Threondia Augustalis” দ্বিতীয় চার্লসের স্মরণে রচিত শোক কাব্য প্রকাশিত হয় এপ্রিল মাসে “Ode to the Memory of Mrs. Anne Killigrew” প্রকাশিত হয়। ড্রাইডেন রোমান ক্যাথলিক ধর্মে ধর্মান্তরিত হন।
১৬৮৭ – “The Hind and the Pantherপ্রকাশিত হয়। Songfor St. Cecilia's Dayপ্রকাশিত হয়।
১৬৮৯-- ক্যাথলিকরা বিপদের সম্মুখীন হন। ড্রাইডেন সভা কবির পদ হারান এবং শ্যাডওয়েল সভা কবি নিযুক্ত হন।
১৬৯২ – “Satires of Juvenal and Persiusঅনুবাদ করেন ড্রাইডেন।
১৬৯৪ ড্রাইডেনের শেষ নাটক “Love Triumphant” প্রকাশিত হয়।
১৬৯৭ – “ভার্জিলের রচনা সমগ্রেরপ্রকাশ Alexander's Feast or The Power of Musicপ্রকাশিত মঞ্চস্থ হয়।
১৭০০ ৬৯ বছর বয়সে ড্রাইডেনের মৃত্যু হয় এবং ওয়েস্টমিনিষ্টার এবিতে সমাহিত হন।

1 comment:

  1. জন্মসাল টি ভুল সম্ভবত

    ReplyDelete