Total Pageviews

Wednesday, July 17, 2019

William Shakespeare - Life and Works in Bangla

William Shakespeare - Life and Works in Bangla

William Shakespeare - Life and Works in Bangla
উইলিয়াম শেক্সপিয়র  -  জীবন ও সাহিত্যকর্ম।
কবি ও নাট্যকার উইলিয়াম শেক্সপিয়র ছিলেন ইংরেজি সাহিত্যের সর্বকালের সেরা একজন সাহিত্যিক। তাকে ইংল্যান্ডের জাতীয় কবি বলা হয়ে থাকে। এছাড়া তিনি বার্ড অন আভন নামেও পরিচিত। তিনি ছিলেন ইংরেজি সাহিত্যের এলিযাবেদান ও জ্যাকবিয়ান যুগের কবি। পৃথিবীর রঙ্গমঞ্চে এ এক বিরল প্রতিভার পুরুষ। উঁচু কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না তার তবুও হাজার গানে মুখর হয়ে উঠল তার কণ্ঠ। এই জগজ্জয়ী কবি ও নাট্যকার দক্ষ ডুবুরির মতো ডুব দিলেন মানব হৃদয়ের গহন গহীনে। সেখানে আবিষ্কার করলেন কত অজানা দেশ-মহাদেশ। পরীক্ষা করলেন মানুষের অন্তরাত্মা নিয়ে। তাঁর চিন্তা-চেতনা, বিশ্বাস মূল্যবোধ, দুঃখ-হতাশা-নিরাশা, সংস্কার, সংকট, জীবনবোধ, আত্ম-উপলব্ধি, জীবন জিজ্ঞাসা, জগৎ ভাবনা এসব নিয়ে তিনি তাঁর সাহিত্য সাধনার ত্রিশ বছর নানা পরীক্ষা-নিরীক্ষা করেন। এই মনীষাঋদ্ধ কবির জন্ম হয় একটি আলোর জন্মরূপে ১৫৬৪ সালের ২৩ শে এপ্রিল, ইংল্যান্ডের ওয়ারউইকশায়ারের স্ট্র্যাটফোর্ড-অন আভন শহরে। তাঁর বাবার নাম জন শেক্সপিয়র এবং মার নাম মেরী আর্ডেন। বাবা করতেন দস্তানা তৈরি ও কৃষি কাজ। ব্যবসায়ী হিসেবে মোটামুটি ভাল মানের ব্যবসায়ী ছিলেন। এছাড়া জন ছিলেন একজন পৌর প্রতিনিধি। আর শেকসপীয়রের মা মেরী আর্ডেন ছিলেন পার্শ্ববর্তী গ্রামের এক ভূস্বামী পরিবারের কন্যা। মা-বাবার আট সন্তানের মধ্যে শেক্সপিয়র হচ্ছেন তৃতীয় সন্তান। আর পুত্রদের মধ্যে শেক্সপিয়র বড়। তার ছেলে বেলাটা কেটেছে তার জন্মস্থান স্ট্রাটফোর্ডেই। এখানকার একটি অবৈতনিক গ্রামার স্কুলেই তিনি তার প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন। লেখাপড়ায় শেক্সপিয়র বেশি দূর এগুতে পারেননি। তাঁর বাবার ব্যবসায়ের অবস্থা খারাপ হতে থাকে। ১৫৭৭ সালে শেক্সপিয়রকে স্কুল ছাড়িয়ে বাবার ব্যবসার কাজে লাগিয়ে দেয়া হলো। শেক্সপিয়র বিয়ে করেন অল্প বয়সে। তার বয়স যখন আঠার তখন তিনি কাছাকাছি গ্রামের রিচার্ড হ্যাথাওয়ের কন্যা এ্যান হ্যাথওয়েক বিয়ে করেন ১৫৮২ সালের নভেম্বর মাসে। আর এই এ্যান শেক্সপিয়র থেকে বেশ কয়েক বছরের বড় ছিল। বিয়ের পর তিনি চার-পাঁচ বছর স্ট্র্যাটফোর্ডেই ছিলেন। এর মধ্যে তিনি তিন সন্তান এর জনক হলেন। পরিবারের আর্থিক অবস্থার আরও অবনতি হতে লাগল। অবশেষে ১৫৮৫-৮৬ সালের দিকে তিনি লন্ডনে পাড়ি জমান। তরুণ শেক্সপিয়র লন্ডন শহরে এসে আর্থিক প্রতিষ্ঠা অর্জনের জন্য প্রাণপণ চেষ্টা করেন। ছয় বছর হাড়ভাঙ্গা শ্রম দিলেন। অবশেষে তার আপন শ্রম আর প্রতিভার জোরে স্বীকৃতি পেলেন অভিনেতারূপে লন্ডনের মতো অত বড় শহরের নাট্যাঙ্গনে। ১৫৯৪ সালের শেষের দিকটায় শেক্সপিয়র দেখা যায় লন্ডনের তৎকালীন খ্যাতিমান নাট্যদল লর্ড চেম্বার লেইনের সদস্য হিসেবে। এসময়ে অভিনয়ের পাশাপাশি তিনি নাটক রচনাও করতে শুরু করেন। অল্প কালের মধ্যেই শেক্সপিয়র নাট্যামোদী তথা সর্বস্তরের মানুষের কাছে জনপ্রিয় লেখক হয়ে উঠেন। আর্থিক দিক থেকে শেকসপীয়র তখন প্রতিষ্ঠিত ব্যক্তি। ১৫৯৩ সালে শেক্সপিয়র স্ট্রাটফোর্ডে একটি বিশাল বাড়ি ক্রয় করেন যেটির নাম ছিল নিউ প্লেস। ১৬১০ সালে শেক্সপিয়র লন্ডন ছেড়ে স্ট্রাটফোর্ডের এ বাড়িতে এসে উঠেন। লন্ডন ত্যাগ করেছেন বটে তবে লন্ডনে নাট্যাঙ্গনের সহকর্মীদের সাথে তার যোগাযোগ ছিল। ১৬১৩ সালে অষ্টম হেনরী নাটকটির অভিনয় চলাকালে তাঁর গ্লোব থিয়েটার আগুনে ভস্মীভূত হয়ে যায়। এ দুর্ঘটনার মাত্র তিন বছর পর ১৬১৬ সালের ২৩ শে এপ্রিল এ বিশ্বজয়ী কবি ও নাট্যকারের জীবনাবসান ঘটে মাত্র বায়ান্ন বছর বয়সে। শেক্সপিয়রের ৫২ বছরের নাতিদীর্ঘ জীবনে সাহিত্য সাধনার কাল ত্রিশ বছরেরও কম। এ স্বল্পকালে তিনি ৩৬টি নাটক, ১৫৬টি সনেট এবং কয়েকটি কাব্যগ্রন্থ রচনা করেন। তার বিখ্যাত নাটকগুলো হলো: The Comedy of Errors (1593); The Taming of the Shrew (1594); Love's Labour's Lost (1594); Romeo and Juliet (1594); A Midsummer Night's Dream (1595); The Merchant of Venice (1596): Julius Caesar (1599); As You Like It (1600); Hamlet (1601); Measure for Measure (1604); Othello (1604); Macbeth (1605); King Lear (1505); Antony and Cleopatra (1606); The Tempest (1611).
কবি হিসেবে এবং নাট্যকার হিসেবে কোন ক্ষেত্রে তাঁর শ্রেষ্ঠত্ব বেশি সে প্রশ্ন অবান্তর। তার নাটক কবিতায় রচিত। সেখানেও গীতিছন্দ মাধুরী রয়েছে। সুতরাং তাঁর নাটক এবং কবিতা ওতপ্রোতভাবে জড়িত। এ হচ্ছে কমলমণির হীরা, সেখানে ভার আর দীপ্তি একসঙ্গে বিরাজ করে।।
Download Complete Works of William Shakespeare

No comments:

Post a Comment