Total Pageviews

Saturday, November 2, 2019

Character Analysis - Agamemnon - From Iliad - Bangla - চরিত্র বিশ্লেষন - আগামেমনন - ইলিয়াড

Character Analysis - Agamemnon - From Iliad - Bangla - চরিত্র বিশ্লেষন - আগামেমনন - ইলিয়াড

Character Analysis - Agamemnon - From Iliad - Bangla - চরিত্র বিশ্লেষণ  আগামেমনন - ইলিয়াড

আগামেমনন ছিলেন মাইসিনার (Mycenae) রাজা এবং রাজা অ্যাট্রিউস (Atreus) রানী অ্যারপ (Aerope) এর ছেলে। ট্রয় অভিযানে গ্রিক বাহিনীর অধিনায়ক; স্পার্টার (Sparta) রাজা মেনেলাউসের (Menelaus) ভাই। স্ত্রী ক্লাইটেমনেস্ট্রা (Clytemnestra) তিন সন্তানের পরিচয় পাওয়া যায়। তারা হল ইফিজিনিয়া (Iphigenia), ইলেক্ট্রা (Electra) অরেস্টিস (Orestes) মেনেলাউসের স্ত্রী রূপসী হেলেনকে ট্রয়ের রাজপুত্র প্যারিস অপহরণ করে ট্রয়ে নিয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করেই রক্তক্ষয়ী ট্রয়যুদ্ধ সংঘটিত হয়। ট্রয়যুদ্ধে যাত্রাকালে সমুদ্রপথে বায়ুর অভাবে যখন গ্রীক বাহিনীর যুদ্ধজাহাজগুলো অচল হয়ে থাকে তখন সেগুলোকে সচল করার জন্য এই গ্রীক বীর আগামেমনন তার নিজ কন্যা ইফিজিনিয়াকে দেবতাদের উদ্দেশে বলি দেন।  ট্রয়যুদ্ধে দশ বছর কাটে আগামেমননের। এদিকে রানী ক্লাইটেমেনেস্ট্রা নিজ প্রাণপুত্তলি কন্যার জঘন্য হত্যাকর্মের কথা শুনে গোপনে ষড়যন্ত্র করতে থাকেন আগামেমননকে হত্যা করার। ট্রয়যুদ্ধ হতে নিজ প্রাসাদে ফেরার পরপরই তিনি নিজ কর্মদোষে রানী ক্লাইটেমেনেস্ট্রার হাতে নিহত হন। (রানীর এই ষড়যন্ত্র আগামেমনন এর নিহত হওয়া বিষয়ে এস্কাইলাসের আগামেমন নাটকটি দ্রষ্টব্য) গ্রিক বাহিনীর একজন যোগ্য অধিনায়ক কিন্তু মাঝেমধ্যেই খাপছাড়া আচরণ এবং নেতৃত্বের অহমিকা প্রকাশ করে থাকেন। একিলিসের মতোই কোনো স্বার্থ ত্যাগ করতে প্রস্তুত নন। একিলিসের রূপসী বন্দিনী ব্রিসেইসকে তাঁর কাছ থেকে জোর করে নিয়ে যাওয়ার পর থেকেই গ্রিক বাহিনীতে চরম দুর্দশার সূচনা হয়। একিলিস গ্রিকপক্ষে যুদ্ধে যোগদানে বিরত থাকেন। গ্রিক বাহিনীর এই অধিনায়ক, যতটা শক্তিমত্তা হৃদয়ে ধারণ করা উচিত ততটা তিনি ধারণ করেন না। তিনি খুবই বদমেজাজি এবং অহমিকাপূর্ণ। তারই একঘেয়েমির কারণে একিলিস যুদ্ধ থেকে বিরত থাকেন, আগামেমননের বিচারবিবেকহীনতার কারণেই গ্রিক পক্ষ মার খেতে থাকে ট্রয়বাহিনীর হাতে। বৃহত্তর কোনো কল্যাণের জন্য ছোটোখাটো কোনো বিষয়কেও ছাড় দিতে নারাজ আগামেমনন। হোমার আগামেমননকে একটি নির্দয়-অবিবেচক আত্মগর্বী চরিত্র হিসেবে উপস্থাপন করেছেন। যুদ্ধক্ষেত্রেও আগামেমননকে খুব একটা কৃতিত্ব প্রদর্শন করতে দেখা যায় না। এক বর্ণনায় পাওয়া যায় সে অ্যান্টিপাস সহ সর্বসাকূল্যে ১৫ জন সৈনিককে হত্যা করেছিল। ইলিয়াডের বুক ১১ এর একটি দূর্বল অনুবাদে দেখা যায় যে সে প্রায় শখানেক সৈন্য হত্যা করেছিল। তবে বর্শা নিক্ষেপের ক্ষেত্রে তাঁর শ্রেষ্ঠ্যত্বের কথা ইলিয়াডের বুক ২৩ এ অ্যাকিলিস নিজেই স্বীকার করে।

No comments:

Post a Comment