Total Pageviews

Sunday, October 27, 2019

Character Analysis - Nestor - Homer's Iliad Bangla

Character Analysis - Nestor - Homer's Iliad Bangla

Character Analysis - Nestor - Homer's Iliad - Bangla

নেস্টর: (Nestor) তিনি ছিলেন পাইলসের (Pylos) রাজা। পিতা ও মাথা যথাক্রমে নেলেউস (Neleus) ও ক্লোরিস (Chloris)তাঁর স্ত্রী ছিল ইউরিডাইস বা এনাক্সিবিয়া। নেস্টর জেরেনিয়া নামক অঞ্চলে বাস করত। সে ছিল একজন আরগনট(Argonaut) সেন্টরদের সাথে যুদ্ধে তিনি সহায়তা করেছিলেন, ক্যালিডোনিয়ান শুকর শিকারে সাহায্য করেছিলেন। বীর হিরাক্লিস তাঁর সবগুলো ভাইকে হত্যা করেছিল, একমাত্র তিনিই তাঁর হাত থেকে বেচে যান এবং পরে পাইলসের রাজা হন। ইলিয়াড কাব্যে তিনি ছিলেন গ্রিক বাহিনীর ভূতপূর্ব সেনাপতি। বয়সের ভার চেপে বসলেও শারীরিক দিক থেকে তিনি যথেষ্ট শক্ত-সমর্থ। তিনি সর্বদা ইলিয়াড কাব্যে সেনা ও সেনাপ্রধানদের প্রধান পরামর্শদাতা হিসেবে কাজ করেছেন। নেস্টর ও অডিসিউস দুজনই সুবক্তা। নেস্টরের বক্তৃতা অনেক ক্ষেত্রেই সেনাপ্রধান ও সেনাদের মাঝে উদ্দীপনা সঞ্চার করেছে। ইলিয়াড মহাকাব্যে নেস্টর চরিত্রটি একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে সামরিক পরামর্শদাতা হিসেবে। বহু গুরুত্বপূর্ণ বিষয় তিনি নানাবিধ উপমা প্রয়োগ করে উপস্থাপন করেছেন। গ্রিক বাহিনীতে তিনি একজন প্রাজ্ঞ এবং জ্ঞানী পরামর্শদাতা হিসেবে সম্মানিত স্থান দখল করে আছেন। কোনো কোনো আধুনিক সমালোচক নেস্টর চরিত্রটিকে ইলিয়াড মহাকাব্যে গুরুত্বহীন বলে বিবেচনা করেছেন কিন্তু গ্রিকদের কাছে তিনি অত্যন্ত সম্মানের পাত্র হিসেবে সর্বদা আদৃত হয়েছেন। তাঁর উদ্দীপনাপূর্ণ বাক্য হেক্টরের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য গ্রিক বীরদের অনুপ্রেরণা জুগিয়েছে। নেস্টরের বলা কাহিনীগুলো এ কাব্যে অতীতের সাথে বর্তমানের যোগসূত্র স্থাপন করেছে। এবং তাঁর বর্ণিত কাহিনীগুলোতে উঠে এসেছে প্রাচীন গ্রিসের জীবনযাত্রা ও যুদ্ধবিগ্রহের কাহিনী। নেস্টরের প্রথম উদ্যোগ একিলিস আর আগামেমননের মাঝে সংঘটিত বিবাদের মীমাংসা। দ্বিতীয়, গ্রিক সেনাদের তাদের শিবির ঘিরে দুর্ভেদ্য দেয়াল তৈরি করার পরামর্শ এবং যুদ্ধক্ষেত্রে মৃত সেনাদের মর্যাদাসহকারে সমাহিতকরণ। এছাড়া তাঁর পরামর্শেই অ্যাকিলিস রাজা প্রায়ামকে (প্রায়াম যখন হেক্টরের লাশ নিতে এসেছিল) যথাযথ সম্মান প্রদর্শন করেন। মোট কথা, নেস্টর একজন সুযোগ্য ব্যক্তি এবং সুপরামর্শদাতা হিসেবে গ্রিক বাহিনীতে তাঁর নিজস্ব মেধা ও ব্যক্তিত্বের স্বাক্ষর রেখেছেন।

No comments:

Post a Comment