Total Pageviews

Monday, September 23, 2019

The Canonization - John donne - Bangla Translation

The Canonization - John donne - Bangla Translation


The Canonization - John donne - Bangla Translation

ঈশ্বরের দোহাই লাগে, তোমার মুখটাকে কর সংযত, আর আমায় ভালবাসতে দাও।
অথবা ভর্তসনা কর আমার পক্ষাঘাতগ্রস্থ অবস্থাকে, না হয় আমার বাত রোগকে,
আমার পাঁচটি ধূসর চুলকে, অথবা অবজ্ঞা কর আমার দুর্ভাগ্যকে
তোমার সম্পদরাজির সাথে তুলনা করে, তোমার মানসিকতাকে কর উন্নত।
গড় তোমার ভবিষ্যৎ, আস একটা ভাল অবস্থায়
তার সম্মান এবং যশ দেখ
হয় হও রাজার মতো অর্থশালী, দেখবে টাকার মাঝে তার মুখোচ্ছবি
সাধনা কর, তুমি যা চাও তা পাবে
আর আমাকে শান্তিতে ভালবাসতে দাও।
হায়! হায়! আমার ভালবাসার দ্বারা কেউ হয়েছে আহত?
আমার দীর্ঘশ্বাসের বায়ুতে ডুবেছে কি কোন বণিকের জাহাজ?
আমার ভালবাসার অশ্রুতে তলিয়ে গেছে কি কোন কৃষকের মাঠ?
আমার শীতকাল কি বসন্তের আগমনকে বিলম্বিত করেছে?
আমার শিরায় শিরায় ভালবাসার যে উত্তাপ জমেছে।
সেটা প্লেগ রোগে মৃত্যুর তালিকাকে বর্ধিত করেনি।
সৈন্যরা এখনো যথারীতি যুদ্ধ করে, আইনজীবীরা এখনো পায়
মামলাবাজ মানুষ যারা বিবাদ বাধায়,
আমি আর প্রেয়সী পরস্পরে ভালবাসি।
তোমরা যা খুশি বল, আমরা ভালবেসেই যাবো
তাকে বল নতুবা আমাকে বল পালিয়ে যেতে,
আমরা হলাম মোমের বাতি, মরতে হয় মরবো,
আমরা একজন হলাম ঈগল, অপরজন ঘুঘু,
ফনিক্সের ধাঁধা থেকেও বেশি বুদ্ধি আছে আমাদের
আমরা দুজনে একই বৃন্তে গাঁথা
তাই মৃত্যুর পর একই লিঙ্গ নিয়ে
উঠব আবার একই ভাবে আর প্রমাণ
করব আমাদের প্রেমের রহস্য।
আমরা মরতে পারি, যদি ভালবাসার মাঝে বাঁচতে না পারি।।
আমাদের প্রেমের গল্প যদি যোগ্য না হয় সমাধি পাথরে এবং পর্বতে লেখার
ধরার কবিরা গেয়ে যাবে আমাদের গান
আমাদের ইতিহাস যদি না হয় লেখা, প্রমাণ করব
সুন্দর সুন্দর সনেটে ধরে রাখব ভালবাসা
যেমন করে ছাইদানি ধরে রাখে
মহৎ ব্যক্তির চিতাভস্ম, আধা একর জমিতে যে মহৎ ব্যক্তির সমাধিসৌধ,
এসব গীতির দ্বারা সবাই নিশ্চিত হবে।
প্রেমের তরে আমাদের সন্ন্যাসীসুলভ পবিত্র মৃত্যু হলো।
তারপর জনগণ আমাদের তরে করবে প্রার্থনা, পবিত্র প্রেমে
একে অন্যকে দিয়েছ আশ্রয়;
তোমাদের কাছে প্রেম ছিল শান্তির আলোড়নের উৎস।
তোমরা সারা পৃথিবীর সকল আত্মার
প্রতিফলন দেখেছিলে পরস্পরে চোখে।
(তৈরি করে ছিলে এমন হৃদয়ের আয়না
যা দিয়ে সবাই দেখতে পেত সারা পৃথিবীকে),
দেশে দেশে, শহরে শহরে, দরবারে দরবারে খোজে সবাই
তোমাদের প্রেমের ন্যায় খাঁটি প্রেম।
১। তার  - রাজার
২। ফনিক্স —  গ্রীক পুরাণে বর্ণিত এক অদ্ভুত প্রাণী। মৃত্যুর পর নিজের দুই থেকে পুনরায় জেগে উঠে।

No comments:

Post a Comment