Total Pageviews

Thursday, July 21, 2016

মিনি গল্প---গুরু ও শিষ্য




একবার এক বিজ্ঞ শিক্ষক তার শিষ্যদের বললেন,এই নাও কাচাঁ-মরিচ।একটি বিড়ালের দিকে আঙ্গুল দেখিয়ে বললেন,বিড়ালটিকে কাচাঁ-মরিচ খাওয়াইতে হবে।দেখি তোমরা কিভাবে খাওয়াও!!!প্রথম শিষ্য বিড়ালকে ধরে তার মুখে কাচাঁ-মরিচ ঠেসে দিতে লাগল।সে ব্যর্থ হলো,বিড়ালের নখের আঘাতে কিছুটা আহতও হইলো।দ্বিত্বীয় শিষ্য টি এক বাটি দুধ আনিয়া তাতে মরিচ মিশিয়ে দিলো।বিড়াল গন্ধ শুকে চলে গেল।এই-ভাবে প্রত্যেকেই চেষ্টা কররে ব্যর্থ হলো।শেষে বিজ্ঞ ব্যক্তিটি বলিলো,আমাকে দাও।(বিঃদ্রঃ উস্তাদের মাড় শেষ রাতে)তিনি একটি মরিচ নিয়ে বিড়ালের পশ্চাৎদেশে ঘষে দিলেন।সবাই অবাক হয়ে দেখলো,বিড়াল নিজের পশ্চাৎদেশের মরিচ স্বেচ্ছায় চেটে খাচ্ছে,!!...............................................পাকিস্তানীরা আমাদের উর্দু খাওয়াইতে চাহিয়াছিল।ব্যর্থ হইয়াছে।ভারতীয়রা আমাদের পশ্চাৎদেশে হিন্দী ডলিয়া দিয়াছে।জ্বলিতেছে বটে,কিন্তু আনন্দে নাচিতেও হইতেছে,!!

No comments:

Post a Comment