Total Pageviews

Saturday, April 20, 2019

The Rape of the Lock and The Supernatural Beings - দ্যা রেপ অফ দ্যা লক এ অতিপ্রাকৃত জীব




কাব্যে অশরীরী জীবের অবস্থান
The Rape of the lock  কাব্যের অন্যতম প্রধান অলৌকিক জীব Ariel কে Pope গ্রহণ করেছেন William Shakespeare কৃত নাটক The tempest থেকে।

পুরাণের এই জীবটি মূলত ফরাসি দেশীয় পুরাকাহিনী হতে উদ্ভুত। হোমারের মহাকাব্যে যেমন গ্রীকদের বিশ্বাস থেকে প্রাপ্ত কতগুলো বানোয়াট দেবী-দেবীদের পদচারণা দেখা যায় এবং মহাকাব্যের নানা ঘটনার সাথে তারা জড়িত, নানা যুদ্ধ ও সংঘাতে তারা বীরদের সহায়তা প্রদান করে তেমনি এ ব্যঙ্গকাব্যেও পুরাণের নিম্নতর জীবগুলো এসে স্থান দখল
মক হিরোয়িক এপিকে এ ধরনের জীবদের দ্বারা ঐ সমস্ত ভূয়া দেব-দেবীদের কার্যক্রমের এক অদ্ভুত রূপক তুলে ধরা হয়েছে। এইসব বায়বীয় নিম্নস্তরের প্রাণীকুল যেন সে সময়ের ইংল্যান্ডের ফাঁপা সামাজিক জীবনব্যবস্থা এবং সে সমাজের কৃত্রিমতায় ঢাকা বাবুজনদের প্রতিনিধিত্ব করে। যেসব বাবুজন মুখে রাজা উজির মারলেও কর্মক্ষেত্রে একেবারেই ভীতু এবং কোনো রকম প্রতিরোধের মুখে একেবারেই ঠুনকো। এই জীবকুল বেলিন্দার পাহারায় নিযুক্ত থাকলেও শেষাবধি সকল ক্ষেত্রে ব্যর্থ হয় এবং কাঁচিতে কাটা পড়ে দ্বিখপ্তিতও হয়। এটা যেন সে সময়ের আলস্য পরায়ণ ঠুনকো বাবুজনদের কথাই মনে করিয়ে দেয়। এখানে অ্যারিয়েল (Ariel) কর্তৃক বেলিন্দার কুকুরের পাহারা প্রদান এবং তার পেটিকোটের দায়িত্ব, বহন করার মধ্য দিয়েই সে সময়ের বাবুজনদের নারী ভজনার রূপটি রীতিমতো প্রকট হয়ে ওঠে। আর এটা দ্বারা এটাই পোপ বোঝাতে চান যে, সে সময়ের সমাজ নিম্নমানের শয়তান ও আধিভৌতিক ভাবনা দ্বারা আচ্ছন্ন। দি রেপ অব দি লক কাব্যের একটি উল্লেখযোগ্য চরিত্র ক্লারিসা। বেলিন্দার চুলের বেণী কর্তিত হওয়ার পর ব্যথাকাতর বেলিন্দাকে বক্তৃতার মাধ্যমে সে সান্ত্বনার বাণী এবং নীতিগর্ভ বাণী শোনায়। এ বক্তৃতার মাঝে পোপের আদর্শের ছায়াপাত ঘটে। ক্লারিসার বক্তব্যে মনে হয়, পোপ নিজেই যেন আত্মগর্বা রূপসী রমণীদের ক্ষণস্থায়ী রূপ নিয়ে নীতিবাক্য বর্ষণ করছেন। ক্লারিসার (Clarissa) বাণীর মধ্য দিয়ে পোপের নিজস্ব চিত্তাচেতনা বিশেষ করে তার সময়কালের সামাজিক জীবন, মেকি উপর মহলের বাবুদের সম্পর্কে, অভিজাত শ্রেণীর আত্মগর্বী নারী সম্পর্কে তিনি নিজে যে মনোভাব পোষণ করতেন সে সবেরই যেন প্রকাশ ঘটেপোপ ক্লারিসার বাণীর মধ্য দিয়ে এ কথাটাই প্রচার করতে চান যে, ফ্যাশনদুরস্ত, গর্বিত নারী হৃদয়ের চেয়ে একজন সৎ এবং নিষ্ঠাবান সুন্দর রমণী অনেক অনেক গুণের অধিকারী পোপ এর দ্বারা তাঁর সময়কালের অভিজাত সমাজের নিম্নগামিতার প্রতি ইঙ্গিত করেন

No comments:

Post a Comment