Total Pageviews

Sunday, February 3, 2019

O Captain! My Captain! - Walt Whitman - Bangla translation

O Captain! My Captain! - Walt Whitman - Bangla translation




O Captain! My Captain! - Walt Whitman - Bangla translation

ও ক্যাপটিন, মাই ক্যাপটিন
বঙ্গানুবাদ
হে নেতা ! নেতা আমার! শেষ হলো আমাদের সে কঠিন অভিযান,
সব বাধা পেরিয়ে তরী, স্বপ্নে দিল প্রাণ,
তীর বেশি দূরে নয়, ধ্বনি তোলে জয়, জনতার বিজয় রব ওইতো শোনা যায়,
শক্ত হাতে হাল ধরো, পালের দিকে লক্ষ করো দুঃসাহসী সে তরি যেন তীরে পৌছে নির্দ্বিধায়
হা হৃদয়! হৃদয়! হৃদয় আমার!
দেহ থেকে অঝর ধারায় রক্ত ঝরে,
পাটাতানের কাঠের পরে নেতা আমার আছেন পড়ে,
শীতল হয়ে মরে।
হে নেতা! নেতা আমার! জেগে উঠে দেখ, বাজছে বিজয় বীন;
জেগে দেখো-তোমার তরে উড়ছে কেতন- বিজয় বাদ্য বাজছে বিরামহীন,
তোমার তরে ফুলের তোড়া, বিজয় মালায় জনতা অপেক্ষমাণ
তোমার তরে জনতা উচ্ছ্বসিত প্রাণ :
নেতা আমার! পিতা আমার!
মাথার নীচে ওই হাত!
যেন স্বপ্ন দেখছে কত,
মৃত্যু তোমার, আনল জাতির আঁধার রাত
নেতা আমার, নিরুত্তর নিথর চিরতরে
পিতা আমার, নিস্পন্দ, ছোয়া পেয়েও আমার করে
তরি যদিবা তীরে, নিরাপদে নোঙর করে, যাত্রা শেষ জয়ে, ভয়াল যাত্রা শেষে
বিজয় নিয়ে তরি ঘরে ফেরে;
জয় ধ্বনি করো সবে, বিজয় ধ্বনি দিয়ে
আমি একা হাঁটব সেথা বিষাদ ভরা পায়,
হাঁটব সেথা, যেথা নেতা আমার শুয়ে
শীতল দেহে ঘুমিয়ে আছেন চির নিদ্রায়।

সারাংশ
আব্রহাম লিঙ্কন ১৮৬৫ সালে আততায়ীর হাতে নিহত হন। তাঁর স্মরণে আমেরিকার ত্রাতা, আমেরিকায় দাসপ্রথার বিলোপকারি, গণতন্ত্রের সংজ্ঞা দাতা-আব্রাহাম লিঙ্কন(Abraham Lincoln) আততায়ীর হাতে নিহত হলে, কবি হুইটম্যান শোক বিহ্বল হয়ে, লিঙ্কন স্মরণে কবিতাটি রচনা করেন। আমেরিকার ইতিহাসে আব্বাহাম লিঙ্কনের যে বিশাল ভূমিকা, কবি তাকে সশ্রদ্ধচিত্তে স্মরণ করেন। আবেগাপ্লুত হয়ে তাকে শুধু নেতা নয়, পিতা সম্বোধন করেন। কঠিন সংগ্রাম শেষে বিজয় ছিনিয়ে আনবার পর নেতার মহাপ্রয়ান কবিকে গভীরভাবে নাড়া দেয় । কবিতাটির ছত্রে ছত্রে সে গভীর দুঃখেরই প্রকাশ ।

শব্দার্থ
Trip n যাত্রা।
Rack n ধ্বংস
Sought adj প্রার্থীত।
Exulting adj আনন্দময়।
Keel n: জাহাজের নীচের অংশ
Vessel n  পোত।
Bleeding adj রক্তক্ষরণ হওয়া।
Flung adj উড্ডীন।
Bugle n বাদ্যযন্ত্র।
Trills v - ধ্বনি তোলা।
Boquest n ফুলের তোড়া।
Ribbon n ফিতা।
Wreath n মানা।
Shore n সৈকত
Swaying adj আন্দোলিত হওয়া।
Beneath pr. নীচে।  
Pulse n নাড়ি।
Mournful adj শোকাহত


No comments:

Post a Comment