Total Pageviews

Wednesday, January 9, 2019

William Somerset Maugham - life and works উইলিয়াম সমারসেট ম'ম - জীবন ও কর্ম


William Somerset Maugham - life and works 
জীবন কর্ম
উইলিয়াম সমারসেট ছিলেন একাধারে গুপ্তচর, ঔপন্যাসিক, নাট্যকার, ছোটগল্পকার, রেডক্রস এম্বুল্যান্স কর্মী ইত্যাদি। তাঁর পিতা বৃটিশ দুতাবাসের আইন কর্মকর্তা। তাঁর জন্মের সময় ফ্রান্সে আইন ছিল যে যে কোন শিশুই ফ্রান্সের মাটিতে জন্ম গ্রহন করবে, তাকে অবশ্যই সামরিক বাহিনীতে নাম লিখাতে হবে। তাঁর পিতা এজন্যে তাঁর জন্মের সময় তাঁর মাকে ফ্রান্সের বৃটিশ এমব্যাসিতে রাখেন। কারন আইনগতভাবে বৃটিশ এমব্যাসি গ্রেট বৃটেনের মাটি হিসেবে পরিগণিত। সমারসেট ১৮৭৪ সালের ২৫শে জানুয়ারি জন্মগ্রহণ করেন। মমের মার নাম এডিথ ম্যারী। মাত্র দশ বছর বয়সে পিতামাতাকে হারান, তার এক কাকা তাকে লালনপালন করেন। পরিবারের ঐতিহ্যগত আইন পেশা ত্যাগ করে চিকিৎসাশাস্ত্র অধ্যয়ন শুরু করেন। তার প্রথম উপন্যাস লিজা অব ল্যামবেথ’ (১৮৯৭ ) এত বিখ্যাত হলো যে, অচিরেই তিনি চিকিৎসাশাস্ত্র অধ্যয়ন বাদ দিয়ে সাহিত্য রচনায় পূর্ণ মনোনিবেশ করেন। প্রথম বিশ্বযুদ্ধের সময় তিনি রেড ক্রসের অ্যাম্বুলেন্স শাখায় যোগ দেন, ১৯১৬ সালে তিনি সুইজারল্যান্ড রাশিয়ায় বৃটিশ গোয়েন্দা সংস্থায় কাজ করেন। ১৯১৭ সালে তিনি ভারত দক্ষিণ পূর্ব এশিয়ায় ব্যাপক সফর করেন শারীরিকভাবে ছিলেন খর্বাকৃতির, ছোটোবেলা থেকেই কথা বলতে তোতলাতেন। তার কাকার অতিরিক্ত কর্তৃত্ব নিজের শারীরিক দুর্বলতার কারণে ছোটোবেলা থেকেই ছিলেন আক্রমণাত্মক মন্তব্যে দক্ষ। যারাই তার শারীরিক অপূর্ণতা নিয়ে ক্রোক্তি করত তাদের বুদ্ধিদীপ্ত চটুল উত্তর দিয়ে আহত করতেন। মের সাহিত্য জীবনে মের এই দক্ষতাটি বেশ কাজে লেগেছিল। ষোলো বছর বয়সে জার্মানির হেইডেন বার্গ বিশ্ববিদ্যালয়ে দর্শন সাহিত্যে অধ্যয়ন করতে যান। কিন্তু অধ্যয়ন অসম্পূর্ণ রেখেই দেশে ফিরে আসেন। আইন ব্যবসায় য়োগ দেয়ার পারিবারিক চাপ থাকা সত্ত্বেও তিনি আইন পেশায় যোগ না দিয়ে সাহিত্য সেবায় মনোনিবেশ করেন। ছোটো গল্পকার মের কর্মজীবনের অবসান হয় ১৬ই ডিসেম্বর ১৯৬৫ সালে।



At a glance: William Somerset Maugham
Born: 1874, UK Embassy, Paris, France
Died: 1965, Nice, Alpes-Maritimes, France
Education: St Thomas's Hospital Medical School (now part of King's College London), M.B.B.S., 1897
Spouse: Syrie wellcome
Occupation: Playwright, Novelist, Short story writer, Spy.

ম'মের কর্মক্লিক করে সরাসরি লিঙ্কে চলে যান 
এন অ্যাপয়ন্টমেন্ট ইন সামারা, (১৯৩৩)


No comments:

Post a Comment