Total Pageviews

Friday, January 11, 2019

To Daffodils - Robert Herrick - Summary And analysis in Bangla

To Daffodils - Robert Herrick - Summary And analysis in Bangla 
সারাংশ
টু ড্যাফোডিলস  কবিতায় কবি সুন্দর ড্যাফোডিল ফুলের ক্ষণস্থায়ী জীবনের জন্য দুঃখ প্রকাশ করেছেন। ড্যাফোডিল ফুলের স্থায়ীত্বকাল সকালের সূর্যের মতোই ক্ষণস্থায়ী তাই কবি ড্যাফোডিল ফুকে অনুরোধ করেছেন সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকতে, যাতে তারা একত্রে সন্ধ্যাকালীন প্রার্থনায় অংশগ্রহণ করতে পারেন। কবি আরো বলেছেন, পৃথিবীতে মানব জীবনও ড্যাফোডিল ফুলের মতো ক্ষণস্থায়ী মানুষের জীবনের সর্বোৎকৃষ্ট সময় হলো যৌবন যা বসন্তকালের মতো ক্ষণস্থায়ী মানুষ ড্যাফোডিল ফুলের ক্ষণস্থায়ী জীবন যেন গ্রীষ্মের এক পশলা বৃষ্টি এবং ভোরের শিশির, যা কখনোই দীর্ঘস্থায়ী হয় না। মোট কথা কবি এই কবিতায় বুঝাতে চেয়েছেন যে, সকল সৌন্দর্যই ক্ষণস্থায়ী

To Daffodils - Bangla Translation link


১ম বর্ষের অনুবাদ ও লেখা গুলো দেখতে নিচের লিংকে যান 


University English Literature 

কাব্যিক মূল্যায়ন
দেহতাত্ত্বিক, মরমীবাদী কবি, গায়করা জীবনের ক্ষণস্থায়িত্ব নিয়েই তাদের শিল্প সৃষ্টি করেন। জীবনের সব রূপ, রস, আনন্দ মহাকালের দৈর্ঘ্যে কত হ্রস্ব, কত ক্ষীণ তাই তারা তুলে ধরেন নানা উপমায় রবার্ট হেরিকের 'টু ড্যাফোডিলস' কবিতাটির বক্তব্যে সে সুরেরই অনুরণন। কবি মানব জীবনকে উপমিত করেন ড্যাফোডিল ফুলের জীবনের সাথে; "We have short time to stay as you And
““We have as short a spring
ক্ষণস্থায়ী গ্রীষ্মকালের সাথে অনেক উপমায়: “the summer’s rain” এবং “the pearls of morning’s dew” কবি মানব জীবনের ক্ষণস্থায়িত্বের প্রতি
ইঙ্গিত করেন বার বার। ইংল্যান্ডে গ্রীষ্মকাল যেমন ক্ষণস্থায়ী, ভোরের শিশির যেমন সূর্যালোতে মুক্তা বরণ রংয়ে রঞ্জিত থাকে ঝরে পড়ার আগ পর্যন্ত, মানব জীবনও ঠিক তেমন। সব সৌন্দর্য মানব জীবনের মতোই ক্ষণস্থায়ী সময় বহমান, দ্রুত বহমান জীবনও, তবে তার অবসান দিবসের মতো (hasting day”) কবিতাটিতে ব্যবহৃত; উপমা, প্রতীক, রূপবন্ধ (image), ছন্দ সবই মূল বক্তব্যের উপযোগী। অসংলগ্ন ছন্দ, কবিতাটির স্বল্প দৈর্ঘ্যও জীবনেরই প্রতীক দুই স্তবকের কবিতাটির উভয় স্তবকেই সমান সংখ্যক syllable ব্যবহার করা হয়েছে। অনেক এক syllable (পদ) এর শব্দ : “we” “to” “so” “as” “go” “yet" but”
ব্যবহার করা হয়েছে। এসব ক্ষুদ্রত্ব জীবনের ক্ষুদ্রতার পুনরাবৃত্তি, জীবনের ক্ষণস্থায়িত্বকে বার বার তুলে ধরে।


1 comment: