Total Pageviews

Wednesday, January 9, 2019

The Luncheon - William Somerset Maugham - bangla translation - দ্যা লাঞ্চন - বাংলা সরল অনুবাদ

The Luncheon - William Somerset Maugham - bangla translation - দ্যা লাঞ্চন - বাংলা সরল অনুবাদ
The Luncheon - William Somerset Maugham - bangla translation - দ্যা লাঞ্চন - বাংলা সরল অনুবাদ

নাটক দেখতে গিয়ে এক মহিলা লেখককে ইশারায় কাছে ডাকলেন। বিরতির সময় লেখক মহিলার কাছে গিয়ে বসলেন, বহু চেষ্টা করে তাকে চিনতে পারলেন লেখক। বিশ বছর আগে উদীয়মান সাহিত্যিক হিসেবে অল্প খ্যাতির দিনে একজন মহিলা যেচে লেখকের আতিথ্য গ্রহণ করে। যৌবনে কোনো মহিলার অনুরোধ রক্ষা না করার মতো অসৌজন্য দেখাবার সাহস লেখকের ছিল না। অত্যন্ত সীমিত আয়ের লেখক মহিলাকে আপ্যায়নে রাজি হলেন। ভাবলেন, ইবা আর খরচ হবে! হোক না দামি রেস্তোরাঁ মাত্র আশি ফ্রা ছিল তার মাসিক রোজগার পত্র বিনিময় করে লেখকের অতিথিকে আপ্যায়নের দিনক্ষণ ঠিক হলো। কিন্তু মহিলাকে সামনা সামনি দেখে লেখকের ঘোর কাটল চল্লিশ বছর বয়স্ক অপ্রয়োজনীয় দাত ভর্তি কোনো মহিলাকে দেখে কোনো তরুণের চিত্তচাঞ্চল্য না জাগাই স্বাভাবিক। বাচাল মহিলা, সারাক্ষণ অবিরাম কথা বলে যাচ্ছিলেন। সবই লেখকের প্রশংসা, তাই লেখক তা মুখ বুজে সহ্য করছিলেন। বেয়ারা যখন খাবার তালিকা নিয়ে এল তখন লেখকের চোখ কপালে উঠল খাবারের দাম দেখে মহিলা মধ্যাহ্নভোজে তেমন কিছু খান না লে লেখককে বার বারই আশ্বস্ত করছিলেনমহিলা স্যামন মাছের মতো মূল্যবান খাদ্য দিয়ে খাওয়া শুরু করলেন, পরে ক্যাভিয়ার খেলেন কিন্তু বার বারই বললেন, তিনি মধ্যাহ্ন ভোজে তেমন কিছুই খান নামহিলা স্যামন, ক্যাভিয়ার খেয়ে লেখককে পরিহাসচ্ছলে বললেন, মাংসের চেয়ে মাছ খাওয়া ভালো কিন্তু পেট ভরে না খাওয়াই ভালো। তার পর পানের পালা এল মহিলা দামি পানিয় খেতে চাইলেন। লেখক বললেন, তিনি পান করেন না। মহিলার প্রশ্নের উত্তরে তিনি বললেন, তিনি শুধু পানি খাবেন। মহিলা স্যামন, ক্যাভিয়ার, শ্যাম্পেন খেলেন তারপর আরো দামি খাবার অ্যাসপেরেগাস খেতে চাইলেন কিন্তু বার বারই সবিনয়ে তিনি বললেন, তিনি মধ্যাহ্নভোজে সাধারণত খুব বেশি খান না। লেখক মনে মনে ভাবছিলেন, বেয়ারা যেন বলে, তাদের রেস্তোরায় অ্যাপেরেগাস নেই। কিন্তু লেখককে হতাশ করে দিয়ে বেয়ারা বলল, অ্যাসপেরেগাস আছে তাদের রেস্তোরায়। লেখকের খুব লোভ ছিল অ্যাসপেরেগাস খাবার কিন্তু দামি বলে কখনো খেতে পারেননি অথচ মহিলার সামনে বললেন, তিনি অ্যাসপেরেগাস খান না। বেচারা লেখক তখন ভাবছিলেন কী করে এই বিরাট খাবারের তালিকার বিল পরিশোধ করবেন। মনে মনে অনেক পরিকল্পনা করলেন রেস্তোরা থেকে বের হবারপ্রতারিত লেখক নিরীহ মুখে মহিলার অ্যাসপেরেগাস খাওয়া দেখলেন আর মহিলার সঙ্গে সাহিত্যালাপ করতে থাকলেন বিনয়ী ভঙ্গিতে মহিলার কফি খাবার ইচ্ছের কথা শুনলেন। এত খাবার পরও মহিলা নির্লজ্জ ভঙ্গিতে পিচ ফল খেলেন। লেখক সারা মাসের বেতন দিয়ে মহিলার খাবারের বিল পরিশোধ করলেন। যাবার সময় মহিলা তার উদাহরণ অনুসরণ করে, কখনো মধ্যাহ্নেভোজে একটার বেশি খাবার না খেতে বললেন। উত্তরে লেখক বললেন, তিনি তারও চেয়ে বেশি করবেন, তিনি আজ রাতে আর কিছুই খাবেন না অর্থাৎ তার কাছে রাতে কিছু খাবার মতো কোনো টাকাই নেই। মহিলা লেখককে রসিক ঠাউরে বিদায় নিলেন। ঈশ্বর অবশেষে লেখককে প্রতারিত করার প্রতিশোধ নিলেন অবশ্য। এখন মহিলার ওজন ১৪৭ কেজি


The Luncheon - English Main Text 

উইলিয়াম সমারসেট ম'ম এর জীবন ও কর্ম 







No comments:

Post a Comment