Total Pageviews

Monday, June 13, 2016

পিঁপড়া ও ঘাসফড়িঙ - The Ant and The Grasshopper

The Ant and The Grasshopper 








গ্রীষ্মের এক চমৎকার দিনে ঘাসফড়িং তার ভায়োলিনটি নিয়ে গান গাইছিলো, নাচছিলো আর খেলা করছিলো মনের আনন্দে। হঠাৎ সে দেখতে পেলো একটা পিঁপড়া অনেক কষ্ট করে খাবার বয়ে নিয়ে যাচ্ছে। ঘাসফড়িং পিঁপড়াকে বললো, ' এতো কষ্ট করছো কেন ভাই? এসো আমরা খেলা করি, গান গাই, নাচি'

'আমাকে অবশ্যই এখন শীতের জন্য খাবার সঞ্চয় করে রাখতে হবে। তুমিও সময় নষ্ট না করে খাবার সংগ্রহ করে রাখো বন্ধু'-পিঁপড়া বললো।

'আরে শীতকাল আসতে তো এখনো অনেক দেরী, ওসব নিয়ে চিন্তা করোনা '- ঘাসফড়িং হাঁসতে হাঁসতে জবাব দিলো।

পিঁপড়া কোন কথা না বলে খাবার নিয়ে তার বাড়ির দিকে রওনা হলো।

গ্রীষ্ম শেষে শীত এলো জাঁকিয়ে। ক্ষুধায় কাতর ঘাসফড়িং কাঁপতে কাঁপতে পিঁপড়ার বাড়ি এলো।

'আমায় কিছু খেতে দেবে ভাই'-ঘাসফড়িং বললো পিঁপড়াকে।

'তুমি যদি সেদিন আমার কথা শুনতে তাহলে আজ তোমাকে আমার কাছে আসতে হতোনা আর ক্ষুধায় কষ্ট পেতে হতোনা '-পিঁপড়া বললো আর দরজা বন্ধ করে দিলো।

উপদেশঃ বিপদের কথা ভেবে প্রস্তুতি নিয়ে রাখা বুদ্ধিমানের কাজ।


No comments:

Post a Comment