Total Pageviews

Wednesday, January 20, 2016

গল্পঃ জামিনদার কে ?


 এক  রেড ইন্ডিয়ান (আমেরিকার আদিম অধিবাসী) ব্যাংকে গেল। 
  ম্যানেজারের সাথে দেখা করে তাকে জানাল তার কিছু ডলার ঋণ দরকার।
রেড ইন্ডিয়ানঃস্যার আমার ৫০০ডলার ঋণ দরকার।  আপনি কি আমাকে সাহায্য করবেন?

 ম্যানেজারঃজি! আমরাতো এই জন্যেই ব্যাংক খুলেছি। তা আপনি এই অর্থ দিয়ে কি করবেন বলে পরিকল্পনা করেছেন?
 রেড ইন্ডিয়ানঃস্যার, আমি এই অর্থ দিয়ে রুপা ক্রয় করব এবং অলংকার তৈরী করে বিক্রি করব।আশা করছি খুব শিঘ্রই আমি ঋণ শোধ করতে পারবো।  

 ম্যানেজারঃআচ্ছা! খুব ভালো চিন্তা।কিন্তু আপনাকে যে এত বড় অংকের টাকা দিব, আপনার কোন জামিনদার আছে কিনা?
 রেড ইন্ডিয়ানঃস্যার, জামিনদার কি জিনিস, আমি জানি না।
ম্যানেজারঃআচ্ছা,  আমি জানতে চাচ্ছি তোমার কাছে এমন কিছু আছে কি, যা আমাদের ৫০০ ডলারের সমান মুল্যমানের।এই যেমন ধর যানবাহন বা অন্য কিছু!
 রেড ইন্ডিয়ানঃ জি,  আমার কাছে ১৯৫৯ সালের একটা শেভি ট্রাক আছে।
ম্যানেজারঃআর কোন গৃহ পালিত প্রানী???  
 রেড ইন্ডিয়ানঃজি আমার একটা ঘোড়া আছে।
ম্যানেজারঃবয়স কত?
 রেড ইন্ডিয়ানঃআমার জানা নাই।  তবে তার দাত উঠে নাই।
  ম্যানেজারঃআচ্ছা, চলবে। তুমি এক কাজ কর, তুমি বাহিরে বসা এলেক্স এর সাথে  যোগাযোগ করে একটা আবেদন পত্র লিখে আন, আমি তোমার ঋণ মঞ্জুর করে দিচ্ছি।
  কয়েক মাশ পর.........রেড ইন্ডিয়ান টি ব্যাংকে এসে উপস্থিত। হাতে ডলার। ম্যানেজারের সাথে দেখা করে বলল এই নিন স্যার, আপনাদের ঋণ আজ শোধ করলাম।
  ম্যানেজারঃভালো কথা, কিন্তু তোমার ব্যাবসায় নিশ্চই লাভ হয়েছে!
 রেড ইন্ডিয়ানঃঅবশ্যই!
 ম্যানেজারঃতুমি এই টাকা গুলো কোথায় জমা করেছো?
  রেড ইন্ডিয়ানঃআমার বাসাতেই স্যার। কিন্তু কেন?
  ম্যানেজারঃযদি তুমি আমাদের কাছে অর্থ জমা রাখতে, তাহলে আমরা সে গুলোর দেখা শুনা করতে পারতাম। তোমার টাকা গুলোও  নিরাপদে থাকত, আর তুমি  যখন খুশি আমাদের কাছ থেকে নিয়ে ব্যাবহার করতে পারতে।এমনকি তোমাকে কিছু লাভও দিতাম।
 রেড ইন্ডিয়ানঃকিন্তু, স্যার একটা প্রশ্ন ছিলো, আপনাদের কোন জামিনদার আছে কি বা কোন সম্পদ যা আমার টাকার সমপরিমান হয়।

   এটাকে অনেকে গল্পও বলতে পারেন আবার কৌতুক ও বলতে পারেন।  তবে, শিক্ষাটাই বড় কথা।


1 comment: